গত জুলাইয়ে নিজের শেষ টেস্ট খেলা রিয়াদ ২৪ নভেম্বর আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা করেন। রিয়াদের অবসরের ঘোষণা চমক হিসেবে না এলেও অনেকেই প্রত্যাশা করেছিলেন, হয়ত শেষ টেস্ট খেলে নেওয়া সিদ্ধান্ত পাল্টাতেও পারেন এই তারকা।
কিন্তু শেষপর্যন্ত তা আর হয়নি। লাল বলের ক্রিকেট থেকে বিদায় বেলায় এক টুইট বার্তায় রিয়াদ লিখেছেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। আমি আমার অভিষেক ও শেষ টেস্টে ম্যাচসেরা হয়েছিলাম। আলহামদুলিল্লাহ, দারুণ ভ্রমণ। আমি আমার পরিবার, সতীর্থ, কোচ ও বিসিবিকে ধন্যবাদ জানাচ্ছি।’
রিয়াদের সেই টুইট রিটুইট করে কামরান লিখেছেন, ‘ভবিষ্যতের জন্য শুভকামনা রিয়াদ। তুমি বাংলাদেশের ক্রিকেটের একজন নায়ক। সাদা বলের ক্রিকেটের জন্য শুভকামনা রইল।’
All the very best for future @Mahmudullah30 you are a hero of Bangladesh cricket.good luck for white ball cricket 🏏 https://t.co/5X5DCmfLa3
— Kamran Akmal (@KamiAkmal23) November 24, 2021
Advertisement