বিশ্রাম কাটিয়ে যে ম্যাচ দিয়ে বিরাট কোহলি মাঠে ফিরছেন, সেই ম্যাচ থেকে ছিটকে গেলেন কেন উইলিয়ামসন। আধুনিক ক্রিকেটের দুই ব্যাটিং গ্রেটকে ফের মুখোমুখি হতে দেখার সুযোগ হল হাতছাড়া। সিরিজের দ্বিতীয় ম্যাচে উইলিয়ামসনের অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
দ্বিতীয় টেস্টের আগে উইলিয়ামসন বাঁ হাতের কনুইয়ে চোট পেয়েছেন। কিউই অধিনায়ক চোটটি প্রথম টেস্টেই পেয়েছিলেন, জানিয়েছেন দলটির প্রধান কোচ গ্যারি স্টিড। দ্বিতীয় টেস্ট শুরুর আগে আশানুরূপ উন্নতি হয়নি।
উইলিয়ামসনের অনুপস্থিতিতে এই ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। ভেজা আউটফিল্ডের কারণে টস ও ম্যাচ শুরু হতে দেরি হওয়ায় এখনও নিউজিল্যান্ডের একাদশ জানানো হয়নি।
Team News | BLACKCAPS captain Kane Williamson will miss the second and final Test against India in Mumbai as he continues to battle the left-elbow injury which has troubled him for much of 2021. More | https://t.co/VClIKxKI8Q #INDvNZ pic.twitter.com/wGeA46LN4g
— BLACKCAPS (@BLACKCAPS) December 3, 2021
এই ম্যাচে যেন চোটের কারণে ছিটকে পড়ার হিড়িক পড়েছে। উইলিয়ামসনের মত চোটের কারণে এই ম্যাচ খেলা হচ্ছে না ভারতের তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটার রবীন্দ্র জাদেজা, আজিঙ্কা রাহানে ও ইশান্ত শর্মার।
কানপুরে সিরিজের প্রথম টেস্ট দারুণ নাটকীয়তার জন্ম দিয়ে শেষপর্যন্ত ড্র হয়। শুক্রবার (৩ ডিসেম্বর) থেকে মুম্বাইয়ে শুরু হচ্ছে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ।