দুবাইয়ে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে বাংলাদেশ সময় রাত ৮টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল হিসেবে সেমিফাইনালে উঠে ফুরফুরে মেজাজে রয়েছে বাবর আজমের দল।
অন্যদিকে অস্ট্রেলিয়াও ফর্মে ফিরেছে। গোটা টুর্নামেন্টে দুর্দান্ত খেলা পাকিস্তানের বিপক্ষে কঠিন পরীক্ষাই দিতে হবে অ্যারন ফিঞ্চের দলকে। অস্ট্রেলিয়া অধিনায়ক ফিঞ্চ কালই অবশ্য জানিয়েছেন, পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠে শিরোপাও জিততে চান তাঁরা।
সুপার টুয়েলভে ৫ ম্যাচ খেলে হারেনি পাকিস্তান। সুনীল গাভাস্কারের ভাষায়, পাকিস্তান এত দারুণ ক্রিকেট খেলেছে যে ‘জিততেও তাদের তেমন কষ্ট হয়নি।’
অস্ট্রেলিয়া ৫ ম্যাচে ৪ জয় নিয়ে উঠে এসেছে সেমিফাইনালে। ইংল্যান্ডের কাছে হেরেছে ফিঞ্চের দল। আইসিসির নকআউট ম্যাচে অস্ট্রেলিয়া অবশ্য পাকিস্তানের বিপক্ষে কখনো হারেনি।
চার ম্যাচেই জয় তুলে নিয়েছে—১৯৮৭ বিশ্বকাপ সেমিফাইনাল, ১৯৯৯ বিশ্বকাপ ফাইনাল, ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনাল এবং ২০১৫ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল।
এদিকে আরব আমিরাতে পাকিস্তানের রেকর্ড খুব ভালো। টি-টোয়েন্টিতে সেখানে টানা ১৬ ম্যাচ জিতেছে পাকিস্তান। সর্বশেষ ২০১৫ সালে শারজায় ইংল্যান্ডের বিপক্ষে সুপার ওভারে হেরেছিল পাকিস্তান।
এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা দলগুলোর মধ্যে পাকিস্তানই একমাত্র দল, যারা একাদশে কোনো পরিবর্তন আনেনি। অস্ট্রেলিয়া একজন বাড়তি পেসার নিয়ে নামতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। আজ সেমিফাইনালে জিতবে কোন দল—অস্ট্রেলিয়া না পাকিস্তান?