আজ কটকে ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিকে খেলতে নামছে। ঋষভ পন্থের দলের কাছে এটি সিরিজে সমতা ফেরানোর লড়াই। ভারতের টি ২০ দলে তিন বছর পর কামব্যাক করেছেন দীনেশ কার্তিক। আইপিএলে দুরন্ত ছন্দে থাকার পর ফিনিশারের ভূমিকায় তিনি ভারতীয় দলে কতটা অবদান রাখতে পারবেন সেদিকে সকলের নজর। প্রথম ম্যাচে ২ বলে ১ রানে অপরাজিত ছিলেন। টি ২০ বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার লক্ষ্যপূরণে কার্তিক নিজের সেরাটা দিতে প্রস্তুত।
ফুরফুরে মেজাজে কার্তিক মানসিকভাবে ও তিনি রয়েছেন ফুরফুরে মেজাজেই। আইপিএলের সাফল্য তাঁর আত্মবিশ্বাস যে বাড়িয়ে দিয়েছে তা দেখা যাচ্ছে ভারতীয় দলের অনুশীলনে তাঁর চালচলনেও। কার্তিক জানেন, ফিনিশার হিসেবে সাফল্য পেতে কোন কোন শট খেলায় জোর দেওয়া দরকার। থ্রোডাউন স্পেশ্যালিস্টদের ডেকে নিয়ে সেইসব বিশেষ শটের অনুশীলনও চালাচ্ছেন। তারই মাঝে কার্তিক বিসিসিআইকে জানিয়েছেন নিজের পছন্দের নানা বিষয় সম্পর্কে।
ধোনির মস্তিষ্কের রহস্যভেদ! বিসিসিআইয়ের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে কার্তিকের র্যাপিড ফায়ার প্রশ্নোত্তরের মজাদার ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে কার্তিক বলেছেন, কার মাথায় কী চলছে তা সঠিকভাবে বোঝার ক্ষমতা যদি থাকতো, তাহলে সবার আগে মহেন্দ্র সিং ধোনির মস্তিষ্কের রহস্যভেদের চেষ্টা চালাতাম। সতীর্থদের নিয়ে রাতে মুভি দেখতে যাওয়ার চেয়েও কার্তিকের বেশি পছন্দ টিম ডিনার। কফির থেকেও বেশি পছন্দ করেন চা। ভারতের নানা প্রান্তে ভ্রমণের অভিজ্ঞতার নিরিখে তিনি ভালো চায়েরই অনুরাগী।