Breaking News
we-will-be-back-as-a-strong-team-kohli

শক্তিশালী দল হিসেবে আমরা আবারো ফিরে আসবো: কোহলি

কঠিন এক সময় পার করছে ভারত ক্রিকেট দল! বিশ্বকাপে একের পর এক ব্যর্থতার গল্পে আপাদমস্তক জুড়ে আছে মেন ইন ব্লুদের নাম। সেই দলেরই অধিনায়ক হিসেবে সোমবার নামিবিয়ার বিপক্ষে ভিরাট কোহলি খেলে ফেলেছেন নিজের শেষ ম্যাচ। দলের ব্যর্থতা নিয়ে এবার এক আবেগঘন বার্তা দিলেন সদ্য বিদায়ী অধিনায়ক, চাইছেন নতুন করে ঘুরে দাঁড়াতে।

Advertisement

“আমরা আবারো শক্তিশালী দল হিসেবে ফিরে আসবো এবং নিজেদের লক্ষ্য পূরণে এগিয়ে যাবো”– সামাজিক যোগাযোগ মাধ্যম টুইট করে জানিয়েছেন কোহলি।

Advertisement

টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল হয়েও আগাগোড়াই ব্যর্থ ভারতীয়রা। দলে সঠিক পরিকল্পনার অভাব না থাকলেও প্রত্যাশিত ফলাফল আসেনি। হতাশায় মোড়া একটি দলের বর্তমান চিত্র তুলে ধরে সাবেক এই অধিনায়ক জানান, “একসাথে একটি দল হিসেবে আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে চেয়েছিলাম। দুৰ্ভাগ্যবশতঃ আমরা যা চেয়েছি সেটা করতে ব্যর্থ হয়েছি। দল হিসেবে আমাদের চেয়ে হতাশ আর কেউ হয়নি”

দলের এমন দুঃসময়ে যারা কোহলিবাহিনীর পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেও ভুল করেননি তিনি,

Advertisement

“আপনাদের সমর্থন ছিল অসাধারণ এবং এর জন্য আমরা কৃতজ্ঞ”

কমেন্ট বক্সে আপনার মতামত প্রদান করুন।

About Dipok Deb Nath

Check Also

রবিবার শুরু ODI সিরিজ, বাংলাদেশে পৌঁছে গেলেন রোহিত-কোহলিরা, শেষ মুহূর্তে দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

তিন ম্যাচের ওয়ান ডে ও দু’ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছে গেল ভারতীয় ক্রিকেট দল। …

Leave a Reply

Your email address will not be published.