বিরাট কোহলিকে নিয়ে গণমাধ্যমের মিথ্যাচারে ক্ষিপ্ত ভারতের বোর্ড বিসিসিআই। কোহলিকে নিয়ে জাতীয় দলের সতীর্থদের অসন্তোষের খবর গণমাধ্যমের বানোয়াট বলে উল্লেখ করেছে বোর্ড।কোহলি টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার ঘোষণার পর গণমাধ্যমে বারবার প্রচার হতে থাকে- দলে কোহলিকে নিয়ে বিদ্রোহী অবস্থান অন্যান্য ক্রিকেটারদের। এর জেরেই নাকি টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান।সম্প্রতি চাউর হয়- ভারতের কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার নাকি কোহলির বিরুদ্ধে নালিশ করেছেন বিসিসিআইয়ের কাছে।
অবশেষে এই ইস্যুতে নীরবতা ভেঙেছে বিসিসিআই।বিসিসিআইয়ের ট্রেজারার অরুণ ধুমাল টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘মিডিয়া এসব ফালতু লেখা বন্ধ করুক। আমি অন রেকর্ড একটা কথা বলতে চাই- কোনো ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির বিরুদ্ধে বিসিসিআইয়ের কাছে মৌখিক বা লিখিত অভিযোগ করেনি।’
এদিকে ভারতীয় গণমাধ্যমে খবর বেরিয়েছিল- ভারতের বিশ্বকাপ দলে নাকি পরিবর্তন আনার কথা ভাবছে বিসিসিআই। এই কথাও ভুল বলে দাবি করেছেন অরুণ।তার ভাষায়, ‘বিসিসিআই এভাবে প্রতিটি ভুল রিপোর্টের উত্তর দেবে না। আবার একদিন দেখলাম কোথায় জানি একটা লেখা হয়েছে- ভারতের বিশ্বকাপ দলে নাকি পরিবর্তন হবে। কে বলেছে এটা?’
‘এই ধরনের খবরের কোনো সত্যতা নেই। এরকম কিছুই ঘটেনি। এগুলো নেহায়েত সংবাদমাধ্যমের তৈরি করা খবর। এই নিয়ে বিসিসিআইয়ের মধ্যে কোনো আলোচনাই হয়নি।’– বলেন তিনি।