পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিয়মিত খেলে থাকেন বেন ডাঙ্ক। অংশ নেবেন পিএসএলের এবারের আসরেও। তবে এবার শুধু খেলোয়াড়ের ভূমিকায় নয়, একইসাথে কোচের ভূমিকায়ও দেখা যাবে তাকে।
লাহোর কালান্দার্সে ডাঙ্ক একইসাথে খেলোয়াড় ও কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। মারকুটে এই ব্যাটার কোচিং প্যানেলে পেয়েছেন পাওয়ার হিটিং কোচের দায়িত্ব।
ডাঙ্ক এবার প্লেয়ার্স ড্রাফটে ছিলেন উপেক্ষিত। এরপর দ্বিতীয় দফা প্লেয়ার্স ড্রাফটে প্রতি দল ২ জন করে খেলোয়াড়কে দলভুক্ত করার সুযোগ পেয়েছিল। সেখানে তাকে দলে নেয় লাহোর কালান্দার্স, যে দলের হয়ে আগেও খেলা হয়েছে অস্ট্রেলীয় তারকার।
তবে ডাঙ্ক পুরো আসরে খেলবেন না। আরেক তারকা ইংলিশ তারকা ফিল সল্ট যে ম্যাচগুলোতে খেলবেন না, সেই ম্যাচগুলোর বিবেচনায় থাকবেন ডাঙ্ক। তবে পুরো আসর জুড়েই পালন করবেন পাওয়ার হিটিং কোচের দায়িত্ব।
ইতিপূর্বে পিএসএলের ছয়টি আসর মাঠে গড়িয়েছে। এবার অনুষ্ঠিত হবে সপ্তম আসর, যা শুরু হবে ২৭ জানুয়ারি।