পথ দেখিয়েছিল রাজস্থান রয়্যালস, এবার করোনা যুদ্ধে সামিল আরও ২ আইপিএল দল। দশে মিলেই সমাধানের চেষ্ঠা।
ক্রিকেটারদের পর করোনা যুদ্ধে দেশের পাশে দাঁড়াল দুই আইপিএল ফ্র্যাঞ্চাইজি৷ করোনা দ্বিতীয় ঢেউয়ে দিশেহারা ভারত৷ এই অবস্থায় অক্সিজেন-সহ প্রয়োজনীয় জিনিস কেনার পর ৭.৫ কোটি টাকা আর্থিক সাহায্য করল রাজস্থান রয়্যালস৷ এর কয়েক ঘণ্টা পরেই ১.৫ কোটি টাকা আর্থিক সাহায্যের কথা জানায় দিল্লি ক্যাপিটালস৷
প্রথম আইপিএল চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস বৃহস্পতিবার ফ্র্যাঞ্চাইজির তরফে সাড়ে সাত কোটি টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করে৷ এক প্রেস বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়, ‘রাজস্থান রয়্যালস আনন্দের সঙ্গে জানাচ্ছে কোভিড রিলিফে তাৎক্ষণিক সাহায্যের জন্য ৭.৫ কোটি টাকা দান করছে৷ দলের ক্রিকেটার, ফ্র্যাঞ্চাইজি মালিক এবং সাপোর্ট স্টাফ ফান্ড তুলে রাজস্থান রয়্যাল ফাউন্ডেশন (RRF) এবং ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট (BAT)-এর মাধ্যমে এই সাহায্য করবে৷’
ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট (BAT) হল ইংল্যান্ডের রাজকুমার চার্লসের স্থাপিস্ত ফাউন্ডেশন করোনা নামক মারাত্মক এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে হাত বাড়িয়েছে৷ রাজকুমার চার্লস জরুরি ভিত্তিতে “Oxygen for India” আপিল করেছে৷ যাদের প্রধান কাজ হল ভারতে অক্সিজেন সরবরাহ করা৷ এই সংস্থার সঙ্গে হাত মিলিয়ে হাসপাতাল গুলিতে oxygen concentrators পাঠানোর ব্যবস্থা করেছে রাজস্থান রয়্যালস৷
এদিনই আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি৷ NGO-র মাধ্যমে ১.৫ কোটি টাকা দান করেছে আইপিএল দলটি৷ দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চলে অক্সিজেনের জোগাতে প্রয়োজনীয় সামগ্রী এবং অক্সিজেন সিলিন্ডার বিভিন্ন হাসাপাতালে পৌঁছে দেবে৷
দিল্লি ক্যাপিটালস টুইটারে লেখে,”Delhi Capitals and its patrons, the @JSWFoundation & GMR Varalakshmi Foundation are offering financial support amounting to INR 1.5 Cr to NCR based NGOs, the @Hemkunt_Fdn and the @UdayFoundation. The donations will be used to procure essential medical supplies, ranging from oxygen cylinders and concentrators to COVID Wellness Kits.”
আরো পড়ুনঃ কোভিড যুদ্ধে এগিয়ে এলেন কেকেআর-এর তারকা ক্রিকেটার প্যাট কামিন্স
করোনার সেকেন্ড ওয়েভে ভারতের করুণ অবস্থা দেখে প্রথম এগিয়ে আসেন কলকাতা নাইট রাইডার্সে অস্ট্রেলিয়ার পেস বোলার প্যাট কামিন্স৷ কোভিড যুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে দাঁড়িয়ে এই অজি ক্রিকেটার অক্সিজেন কেনার জন্য সোমবার PM Cares Fund-এ ৫০ হাজার ডলার অর্থাৎ ৩৮ লক্ষ টাকা অনুদান দেন৷ একই সঙ্গে তিনি অন্যদেরও সাহায্যের জন্য এগিয়ে আসতে বলেন৷ পরের দিন অর্থাৎ আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন প্রাক্তন অজি তারকা ক্রিকেটার ব্রেট লি৷ তারপর বুধবার একই কারণে ৯০ হাজার দান করেন সানরাইজার্স হায়দরাবাদের উইকেটকিপার ব্যাটসম্যান বাংলার শ্রীবৎস গোস্বামী৷