বুকিরা যন্ত্রণা মানেই আইপিএল, আইপিলের বায়ুবলে ২ জন গ্রপ্তার
কোভিড যেমন রোখা গেল না, তেমনি বায়ো-বাবল গড়ে আইপিএলে বুকির হানাও রোখা গেল না। রাজধানী জুড়ে কোভিড আবহেও নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সম্প্রতি ২ জন বুকি জৈব নিরাপত্তা বলয় টপকে স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করলে তাদের গ্রেফতার করে পুলিশ।
ঘটনাটি ঘটেছে গত ২মে অর্থাৎ রবিবার নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ চলাকালীন। ওইদিন ডাবল-হেডারের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল দিল্লিতে। এরপর দিনের দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত হয়েছিল আমদাবাদে। অর্থাৎ, স্থগিত হওয়ার আগে ওটাই ছিল নয়াদিল্লিতে অনুষ্ঠিত হওয়া শেষ ম্যাচ। সংবাদসংস্থা এএনআই (ANI) জানাচ্ছে, সংবিধানের একাধিক ধারায় দুই বুকিকে অভিযুক্ত করা হয়েছে। শুধু তাই নয়, এপিডেমিক ডিজিজ অ্যাক্টের (Epidemic Diseases Act) ধারায় এফআইআরও (FIR) দায়ের হয়েছে তাদের বিরুদ্ধে।
গ্রেফতার হওয়া ২ বুকিকে পাঁচদিনের পুলিশি রিম্যান্ডে রাখা হয়েছে বলেও জানানো হয়েছে সংবাদসংস্থার তরফ থেকে। উল্লেখ্য, অতিমারী করোনার দাপটে আইপিএলের জৈব বলয়ের মধ্যে প্রবেশ করায় মঙ্গলবার ভারতের মাটিতে অনুষ্ঠিত ফ্র্যাঞ্চাইজি লিগের উপর স্থগিতাদেশ নেমে এসেছে। তিনটি ফ্র্যাঞ্চাইজির একাধিক ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফেরা একে-একে করোনা আক্রান্ত হওয়ায় সোমবার আইপিএল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই এবং আইপিএল গভর্নিং বডি।
নাইট শিবিরে বরুণ চক্রবর্তী-সন্দীপ ওয়ারিয়র, দিল্লি ক্যাপিটালসের অমিত মিশ্র, সানরাইজার্স শিবিরে ঋদ্ধিমান সাহা, চেন্নাই শিবিরের বোলিং কোচ বালাজি সহ টিম বাস কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর মিলেছে। মঙ্গলবার স্থগিতাদেশের পর চেন্নাই ব্যাটিং কোচ মাইক হাসির করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে।
তবে রাজীব শুক্লা জানিয়েছেন, আইপিএল ২০২১ স্থগিত রাখা হয়েছে, পুরোপুরি বাতিল করা হয়নি। দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় আয়োজিত হবে টুর্নামেন্টের বাকি অংশ। ধোঁয়াশা দূর করে সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসকে মঙ্গলবারই একথা জানিয়েছেন বোর্ডের সহ-সভাপতি । কিন্তু ব্যস্ত সূচির মাঝে চলতি মরশুমে আদৌ কী সম্ভব টুর্নামেন্ট সম্পূর্ণ করা। সে ব্যাপারেও বোর্ডের তরফে মিলেছে আভাস।