টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের নিজেদের শেষ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং পাপুয়া নিউগিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলতে হলে এই ম্যাচে অবশ্যই জয় লাভ করতে হবে বাংলাদেশকে। অন্যদিকে প্রথম দুই ম্যাচে হেরে গিয়ে বাছাইপর্ব থেকে এক প্রকার বাদ পড়েছে পাপুয়া নিউগিনি।
বাংলাদেশ সময় আজ ম্যাচটি শুরু হবে বিকাল চারটায়। সরাসরি দেখা যাবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), জি-টিভি এবং টি-স্পোর্টস চ্যানেলে। আজকের ম্যাচে কোন পরিবর্তন আনছে না টাইগাররা। তবে মূল পর্বের আগে পরীক্ষা-নিরীক্ষার জন্য তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে শরিফুল ইসলামকে দেখা যেতে পারে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মোহাম্মদ সাইফউদ্দিন, মাহাদী হোসেন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
পাপুয়া নিউগিনি সম্ভাব্য একাদশ : টনি উরা, লেগা সিয়াকা, আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, সেসে বাউ, নরমান ভানুয়া, সিমন আতাইকিপলিন ডর্জিয়া, চাদ সোপের, কাবুয়া মোরেয়া, নোসাইনা পোকানা।