আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ আবু ধাবিতে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্সের। বিগত ৬ বছরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষ ১৩টি ম্যাচে মাত্র একটিতেই জিতেছে কেকেআর, ২০১৯ সালে ইডেনে। গত বছর আবু ধাবিতেই দুবার নাইট-বধ সেরেছিল রোহিত শর্মার দল।
গত বছরের আইপিএলে ২৩ সেপ্টেম্বর প্রথম সাক্ষাতে ৪৯ রানে এবং ১৬ অক্টোবর ৮ উইকেটে। আইপিএলের দ্বিতীয়ার্ধে প্রথম ম্যাচে রোহিত শর্মা ছিলেন না, চেন্নাই সুপার কিংসের কাছে ২০ রানে হারে গতবারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৯২ রানে গুটিয়ে দিয়ে সহজ জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স।চলতি আইপিএলের প্রথম সাক্ষাতে ১৫৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ১০ রানে মুম্বইয়ের কাছে পরাজিত হয়েছিল কলকাতা। ফলে আজকের দ্বৈরথ নাইটদের কাছে বদলা নেওয়ারই ম্যাচ। খেলা শুরু ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক) বা আনমোলপ্রীত সিং, কুইন্টন ডি কক (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, কায়রন পোলার্ড, হার্দিক পাণ্ডিয়া বা সৌরভ তিওয়ারি, ক্রুণাল পাণ্ডিয়া, অ্যাডাম মিলনে, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট ও জসপ্রীত বুমরাহ।
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ- শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, নীতীশ রানা, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, সুনীল নারিন, লকি ফার্গুসন, প্রসিদ্ধ কৃষ্ণ ও বরুণ চক্রবর্তী।
আজ আইপিএলে ৫০তম ম্যাচ খেলবেন শুভমান গিল। আইপিএলে ৫৫০০ রান করতে রোহিত শর্মার দরকার আর ২০ রান। কোনও একটি প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম ব্যাটার হিসেবে আইপিএলে ১ হাজার রান পূর্ণ করতে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়কের ১৮ রান প্রয়োজন। কেকেআরের বিরুদ্ধে রোহিতের ব্যাটিং গড় ৪৬.৭৬, স্ট্রাইক রেট ১৩৩-এর উপরে। ৫৪ রান করলে দীনেশ কার্তিকের আইপিএলে চার হাজার রান পূর্ণ হবে।আইপিএলে ১০০টি ছক্কা মারতে হার্দিক পাণ্ডিয়ার দরকার ৫টি ওভার বাউন্ডারি। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে ৫০তম উইকেট পেতে ক্রুণাল পাণ্ডিয়ার দরকার ১টি উইকেট। আইপিএলে ১১৪টি ক্যাচ ধরেছেন উইকেটকিপার দীনেশ কার্তিক, আইপিএলে উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ ক্যাচের রেকর্ডের জন্য তাঁর দরকার একটি ক্যাচ।