বিশ্বকাপ শেষ। এবার ফোকাস নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ। ১৭ নভেম্বর প্রথম ম্যাচ। পরের ম্যাচ ১৯ নভেম্বর রাঁচিতে। সিরিজের ফাইনাল ম্যাচ ২১ নভেম্বর ইডেনে। সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলল জিএসসিএ। করোনা অতিমারির জন্য বিসিসিআই নিয়মাবলী মেনেই একাধিক নতুন নিয়ম জারি করা হয়েছে।
দু’বছর পর রাঁচিতে আন্তর্জাতিক ক্রিকেটের আসর বসতে চলেছে। তারমধ্যে ঝাড়খণ্ডের রাজধানীতে সংক্রমণ বাড়ায় কপালে চিন্তার ভাঁজ জিএসসিএ কর্তাদের। সোমবার এই নিয়ে বৈঠকে বসে তাঁরা। একাধিক বিধিনিষেধের পাশাপাশি টিকিটের দামও ধার্য করা হয়েছে।
বিভিন্ন মূল্যের টিকিট থাকছে। সর্বনিম্ন ৯০০ টাকার টিকিট, সর্বোচ্চ ৯০০০ টাকার। ক্রিকেটারদের এবং সমর্থকদের সুরক্ষার কথা মাথায় রেখে মাঠে চূড়ান্ত সুরক্ষাবিধি জারি করা হচ্ছে। রাঁচিতে ম্যাচ দেখতে হলে কী কী নিয়ম মানতে হবে সাপোর্টারদের? একঝলকে দেখে নেওয়া যাক :
১. স্টেডিয়ামে ঢুকতে হলে লাগবে ভ্যাকসিনের ডবল ডোজ। নয়ত ১৫ নভেম্বরের আরটিপিসিআর রিপোর্ট নেগেটিভ হতে হবে। দুটো রিপোর্ট গেটে পরীক্ষা করার পর দর্শকদের মাঠে প্রবেশাধিকার দেওয়া হবে।
২. মাস্ক ছাড়া মাঠে প্রবেশ করতে দেওয়া হবে না।
৩. মাঠে ঢোকার সময় একে অপরের সঙ্গে ৬ ফুট দূরত্ব বজায় রাখতে হবে।
৪. ম্যাচ টিকিটের দাম ৯০০, ১২০০, ১৪০০, ১৭০০, ১৮০০, ৪০০০, ৫০০০, ৫৫০০ এবং ৯০০০ টাকা।
৫. ম্যাচের টিকিট স্টেডিয়ামের বাইরে তৈরি কাউন্টারে পাওয়া যাবে।
৬. ১৫-১৭ নভেম্বর টিকিট বিক্রি হবে।
৭. দর্শকদের নিজেদের বরাদ্দ সিটেই বসতে হবে।
৮. মাঠে ব্যাগ বা অন্যান্য কোনও জিনিস নিয়ে প্রবেশ করা যাবে না।
বিশ্বকাপে ব্যর্থতার পর এই সিরিজের দিকেই তাকিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। ১৮ নভেম্বর ভারত এবং নিউজিল্যান্ড দল রাঁচিতে পৌঁছবে। তার দু’দিন পরই ইডেন ম্যাচ। রোহিত, উইলিয়ামসনদের সুরক্ষা বলয় তৈরি ক্রিকেটের নন্দনকাননেও। দীর্ঘ দু’বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে ইডেনে। শেষ ২০১৯ নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলের টেস্ট খেলেছিল কোহলিরা।