কোচের মৃত্যুতে শোকাহতো বিরাট কোহলি মাত্র ৫৩ বছর বয়সেই মৃত্যু হলো বিরাট কোহলির ছোট বেলার কোচ। বিরাট কোহলির ক্রিকেট জীবনে তিনি অন্যরকমের ভূমিকা পালন করেছিলেন। ছোট থেকেই ভারতীয় দলের অধিনায়ক ছিলেন প্রতিভাবান। আর সেই বিরাট কোহলিকে ক্রিকেট সেখাতে দারুণ ভূমিকা পালন করেছিলেন কোহলির এই কোচ।
বিরাটের এই কোচের নাম সুরেশ বাত্রা। দিল্লি ক্রিকেট অ্যাকাডেমিতে ক্রিকেট প্রশিক্ষণ নিতেন বিরাট কোহলি। সেখানে তাঁকে প্রশিক্ষণ দিতেন কোহলির অন্যতম প্রধান কোচ রাজকুমার শর্মা। আর সেই অ্যাকাডেমিতেই কোহলির আরও একজন ছিলেন সুরেশ বাত্রা।কোহলি যে প্রতিভাবান সেই সূত্র ধরেছিলেন রাজকুমার শর্মা ও সুরেশ বাত্রা। তাঁর ছোট বেলার ক্রিকেটে বিভিন্ন উন্নতি ও বেড়ে ওঠার পিছনে ছিলেন দিল্লির এই কোচ। বিরাট কোহলি প্রতিভাব তাই আজ ভারতীয় দলের অধিনায়ক। আর এই সব কিছুর পিছনে হাত অবশ্যই রয়েছে কোহলির ছোট বেলার কোচদের। ছোট থেকেই তাঁকে ক্রিকেটের প্রতি দায়বদ্ধ তৈরি করেছিলেন কোচেরা। ফলে ভারতীয় অধিনায়কের জন্য এই দিনটা বড়ই কষ্টের হতে চলেছে।
কোহলির কোচের মৃত্যু সংবাদ দিয়েছেন বিজয় লোকপালি। একটি টুইটে তিনি কোহলি ও তাঁর কোচের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, সুরেশ বাত্রা আর আমাদের মধ্যে নেই। সকাল বেলা পুজো করেছিলেন। এই বিষয়ে রাজকুমার শর্মা কোহলির প্রধান কোচ বলেছেন, আমি আমার ছোট ভাইকে হারালাম।
ওকে আমি ১৯৮৫ সাল থেকে চিনতাম। ওর আত্মার শান্তি কামনা করি। বিরাট কোহলি ৯ বছর বয়স থেকে ক্রিকেট প্রশিক্ষণ নিয়েছেন। আর সেখানে দিল্লি ক্রিকেট অ্যাকাডেমিতে সাফল্যের সঙ্গে বেড়িয়ে এসেছেন। তার পিছনে ছিলো রাজকুমার শর্মা ও সুরেশ বাত্রারা। শুধু বিরাটই নয় ভারতীয় ক্রিকেটা আঙ্গিনায় আরও এক ক্রিকেটার মনজোৎ কালরাকেও ক্রিকেট প্রশিক্ষণ দিয়েছিলেন কোহলির এই সদ্য প্রয়াত কোচ। ক্রিকেট বা যে কোনও খেলায় একজন খেলোয়াড়কে তুলে আনতে সাহায্য করেন কোচ।
আরো পড়ুনঃ বিরাট কোহলি এমন কিভাবে হয়, অবাক বিশ্ব!
তাঁদের দেখানো পথ ও তাঁদের প্রশিক্ষণেই বেড়ে ওঠে একজন ক্রীড়াবিদ। তাঁদের সেখানে বিভিন্ন আচার-আচরণেই হয়ে ওঠেন একজন তারকা। আর বিরাট কোহিল ভারতীয় ও বিশ্ব ক্রিকেটের একজন নক্ষত্র। কোচকে হাড়িয়ে বীরাট বলেন যে, আমি যখন শুনি এই মহান মানুষটা আর আমাদের মাঝে নেই তখন আমার মনে হয়ে ছিলো যে পুরো পৃথিবীটা যেন থমকে গেছে। আমি কিছুক্ষনের জন্য স্তব্দ হয়ে গিয়েছিলাম।
কিছু মানুষ্কে উপরে উঠতে হলে তার পিছনে আরেকজন মানুষের অনেক অবদান থাকে আর আমার ক্ষেত্রে উনি ছিলেন আমার খুটি। উনি আমাকে যেকোনো সময় আমার ভুল গুলো ধরিয়ে দিয়ে আমাকে মানুষিক ভাবে বৃদ্ধি করতেন। উনার জন্য আমার মন থেকে রইলো অনেক ভালোবাসা এবং উনি উপারে ভালো থাকবেন।