তিনটি টি-টোয়েন্টি ও ২টি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান৷ সফরের সময় পাকিস্তান দলের ওপেনার মোহাম্মদ রিজওয়ানের একটা ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিটি দেখা যায় নিজস্ব বালিশ নিয়ে বাংলাদেশে এসেছেন তিনি। অবশেষে জানা গেল এর কারণ।
ব্যস্ত বিশ্বকাপ মিশন শেষে দম ফেলার সুযোগ পায়নি পাকিস্তান ক্রিকেট দল৷ বিশ্বকাপ মিশন শেষেই উঠে বসতে হয়েছে বাংলাদেশের বিমানে৷ আর পাকিস্তান দলের দুবাই ছাড়ার সময়কার একটি ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে৷ ছবিতে একটা বালিশ নিয়ে বিমানে উঠতে দেখা যায় পাকিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানকে৷
পাকিস্তান দলের এই নির্ভরযোগ্য ওপেনারের সেই ছবিটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে৷ ছবিটি নিয়ে হাস্যরসে মেতে উঠেন অনেক ক্রিকেট সমর্থকরা৷ ছিল কৌতুহলী জিজ্ঞাসাও। বালিশ নিয়ে কেন বাংলাদেশ সফরে আসলেন মোহাম্মদ রিজওয়ান?
MOHAMMAD RIZWAN AND HIS PILLOW ARE ONCE AGAIN ON THEIR TRAVELS AS THE PAKISTAN SQUAD LEAVE UAE AND HEAD FOR
সমর্থকদের সেই সকল কৌতূহলের উত্তর দিয়েছে পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম জিও নিউজ৷ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বরাত দিয়ে তারা ব্যাখা করেছে রিজওয়ানের এমন অদ্ভুত কর্মকাণ্ডের পেছনের কারণ৷ ঐ প্রতিবেদনে তারা নিশ্চিত করেছে মোহাম্মদ রিজওয়ানের বালিশ বহন করার ঘটনা এবারই প্রথম নয়।
শুধু বাংলাদেশ সফরে নয় বরং পৃথিবীর যেকোনো প্রান্তে সফরে গেলেই সবসময় নিজের প্রিয় বালিশকে সাথে রাখেন পাকিস্তান দলের এই উইকেটরক্ষক ব্যাটার৷ এমনকি ঘরোয়া ক্রিকেট খেলার সময়ও এই বালিশ নিয়েই খেলতে যান তিনি। সম্প্রতি পাকিস্তান ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা সফরেও নিজের প্রিয় বালিশ সঙ্গে করে নিয়ে গেছিলেন এই ব্যাটার৷ নিজের ঘুমকে প্রাধান্য দিতেই এমনটা করে থাকেন তিনি।
এমন তথ্যই নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার ইব্রাহিম বাদেস৷ তিনি জানিয়েছেন, ‘রিজওয়ান সব জায়গায়ই নিজের বালিশ নিয়ে যায়৷ আর এই বালিশ নিয়ে যাওয়ার কারণটাও খুব সাধারণ। নিজের বালিশ ছাড়া অন্য কোনো বালিশে স্বস্তিতে ঘুমাতে পারে না সে। আর এই জিনিসটা তার জন্য নতুন কিছু নয়। দেশের মধ্যে খেলা হলেও এমনটা করে থাকে রিজওয়ান।’
শবিবার (১৩ই নভেম্বর) দীর্ঘ ছয় বছর পর বাংলাদেশে পা রাখেন শাহীন শাহ আফ্রিদিরা৷ সোমবার থেকে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবে সফরকারীরা৷