একটি বিশ্বকাপ যেন সব ওলট-পালট করে দিয়েছে বাংলাদেশ দলকে। রাতারাতি বড় ধরনের পরিবর্তনের চিন্তা ভাবনা নিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশেষ করে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা বেশ চিন্তায় ফেলে দিয়েছে ক্রিকেট বোর্ডকে।
যার কারণে বাংলাদেশ ক্রিকেট দল সহ কোচিং প্যানেলে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরই মধ্যেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং বাংলাদেশ ওয়ানডে দলের বর্তমান অধিনায়ক তামিম ইকবালের সাথে বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
এ ছাড়াও একাধিকবার বৈঠক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বড় কর্তারা। ইতিমধ্যেই টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনকে।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হওয়ার জন্য মোহাম্মদ সালাউদ্দিনকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার কারণেই ক্রিকেটারদের পাশাপাশি সমালোচনার মুখে পড়েছে প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। কোচিং প্যানেলের সমালোচনা করেছিলেন মাশরাফি বিন মুর্তজা।