Breaking News
tamim-know-another-crickter-not-play

তামিমের মত বিশ্বকাপ খেলতে নারাজ ছিলেন আরও এক ক্রিকেটার!

বিশ্বকাপ দল ঘোষণার আগে চমক সৃষ্টি করে সরে দাঁড়ান তামিম ইকবাল। জাতীয় দলের বাঁহাতি ওপেনার ও ওয়ানডে অধিনায়ক টি-টোয়েন্টি বিশ্বকাপে না থাকায় শক্তি হারিয়েছে বাংলাদেশ দল। অনেকেই মনে করছেন, তামিম অভিমানজনিত কারণে বিশ্বকাপে খেলছেন না।

দীর্ঘদিন এ নিয়ে নীরবতা বজায় রাখলেও অবশেষে তামিমের সাথে দলের অন্য কারও দ্বন্দ্বের কথার সুরে সুর মিলিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। তিনি জানান, তামিমের মত আরও এক ক্রিকেটার বিশ্বকাপ খেলতে অনীহা জানিয়েছিলেন, যিনি শেষপর্যন্ত বিশ্বকাপ দলে খেলছেন।

পাপন অবশ্য ঐ ক্রিকেটারের নাম প্রকাশ করেননি। সোমবার (১৮ অক্টোবর) ওমানে গণমাধ্যমের সাথে আলাপকালে পাপন বলেন, ‘একটা জিনিস আপনাদের বলতে পারি, তামিমের না খেলার ব্যাপারটা আপনারা জানার অনেক আগেই আমি জানি। এমনকি আমি ভেবেছিলাম আরও একজন খেলবে না। এরকম তথ্যও আমার কাছে ছিল। কিন্তু খেলছে। আমার কথা হচ্ছে এগুলা মনের মধ্যে রাখার তো কিছু নেই। খেললে খেলবে না খেললে নাই। সোজা বলে দেবে। কিন্তু অভিমান করে বলে দেবে আমি খেলব না- এটা আমার কাছে গ্রহণযোগ্য না।’

পাপনের চাওয়া, ব্যক্তিগত বিষয় ভুলে দেশের জন্য নিজেকে উজাড় করে দিবেন ক্রিকেটাররা। তিনি বলেন, ‘কার সাথে অভিমান? দেশের সাথে? এই দেশেই তো থাকছে সে। এই ধরণের আবেগের আমার কাছে কোনো জায়গা নেই। আমার কথা হচ্ছে কেউ খেলতে চাইলে খেলবে, না চাইলে খেলবে না।’

‘একটা খেলোয়াড়ের সাথে কোচের বা আরেক খেলোয়াড়ের সমস্যা থাকতেই পারে। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু দেশের জন্য খেলার সময় তো সব ভুলে যেতে হবে। এখানে আবেগের কোনো জায়গা নেই। তখন আপনার মনে হবে আমি প্রমাণ করি আমিই সেরা। এখানে সব ভুলে সবাইকে সেরাটা দিতে হবে। এটা নিয়ে অনেক আলোচনা করেছি।’

তামিম বিশ্বকাপ দলে না থাকায় প্রস্তুতি ম্যাচ ও স্কটল্যান্ড ম্যাচে দলের ব্যাটিং লাইনআপ কতটা শক্তি হারিয়েছে, তা অনেকটাই স্পষ্ট। এরই মাঝে বিসিবি সভাপতি নতুন করে আবারও বললেন, তামিমই দেশের সেরা ওপেনার।

তিনি বলেন, একটা জিনিস সর্বশেষ বলে দিচ্ছি, যত ওপেনারই খেলুক না কেন, তামিমের চেয়ে ভালো ওপেনার একটাও নেই। কে কী মনে করল কিচ্ছু যায় আসে না। আমার বুদ্ধি বিবেচনায় তামিম সেরা ওপেনার, এতে কোনো সন্দেহ নেই।’

কমেন্ট বক্সে আপনার মতামত প্রদান করুন।

About Dipok Deb Nath

Check Also

ভারত-পাক ম্যাচের আগে আর হবে না ‘মওকা-মওকা’ বিজ্ঞাপন! কিন্তু কেন?

দুর্গাপুজোর আগে মহালয়া যেমন শারদ উৎসবের জানান দিয়ে যায়, ঠিক তেমনই ভারত-পাকিস্তান ম্যাচের আগে মওকা-মওকা …

Leave a Reply

Your email address will not be published.