কিছুদিন আগেই তামিম ইকবাল ইঙ্গিত দিয়েছিলেন টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিতে যাচ্ছেন তিনি। আর সেটি হয়তো সত্য হতে যাচ্ছে। ইনজুরির কারণে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলেননি তামিম ইকবাল। তবে ফিট থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন তিনি।
এছাড়া পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দেখা যাবে না তামিম ইকবালকে। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার কারণে তামিম ইকবালকে বিশেষ প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
একটি বিশ্বকাপ যেন সব ওলট-পালট করে দিয়েছে বাংলাদেশ দলকে। রাতারাতি বড় ধরনের পরিবর্তনের চিন্তা ভাবনা নিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশেষ করে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা বেশ চিন্তায় ফেলে দিয়েছে ক্রিকেট বোর্ডকে।
যার কারণে বাংলাদেশ ক্রিকেট দল সহ কোচিং প্যানেলে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরই মধ্যেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং বাংলাদেশ ওয়ানডে দলের বর্তমান অধিনায়ক তামিম ইকবালের সাথে বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
সেখানে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের করণীয় কি এই নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। এছাড়াও জানা গেছে ওই বৈঠকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ার জন্য তামিম ইকবালকে প্রস্তাব দিয়েছেন নাজমুল হাসান পাপন। তবে সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তামিম ইকবাল।