Breaking News

মজার ছলেই স্টেইন জানালেন, ভারতের বোলিং কোচ হতে চান

একটু কি দেরিই করে ফেললেন ডেল স্টেইন!

Advertisement

ইনস্টাগ্রামে এক পোস্টে মন্তব্য করতে গিয়ে মজার ছলে ভারতের বোলিং কোচ হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার। ভারতের সংবাদপত্র ‘টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, ভারতের পরবর্তী বোলিং কোচ এরই মধ্যে ঠিক হয়ে গেছে—পরশ মামব্রে। যদিও এখনো কিছুই আনুষ্ঠানিক রূপ পায়নি। এমন মুহূর্তেই কিনা ইচ্ছাটার কথা জানালেন স্টেইন!

স্টেইনের মন্তব্যটা দেখলে অবশ্য বোঝা যায় ৩৮ বছর বয়সী ফাস্ট বোলার ইচ্ছাটা কৌতুকের সুরে জানিয়েছেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় দলে অনেক অদলবদলের গুঞ্জনের মধ্যে স্টেইনের এমন মন্তব্য আলোচনার খোরাক জোগানোরই কথা!

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কের পদ থেকে বিরাট কোহলির সরে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আগেই এসেছে। এর পাশাপাশি আরও কিছু বদলও হতে যাচ্ছে বলে গুঞ্জন।

কোচের পদে রবি শাস্ত্রীর সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে বিশ্বকাপের পর, সেটি আর নবায়ন হবে না বলেই শোনা যাচ্ছে। ‘টাইমস অব ইন্ডিয়া’ জানিয়েছে, শাস্ত্রীর বদলে কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়কে কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

Advertisement

পাশাপাশি ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচের পদে বদলও হতে যাচ্ছে বলে খবর। ফিল্ডিং কোচ আর শ্রীধর তো এরই মধ্যে ভারতের সমর্থকদের উদ্দেশে খোলা চিঠিতে বিদায় জানিয়ে দিয়েছেন। বোলিং কোচ ভরন অরুণকে তো বিদায় নিতেই হচ্ছে। ব্যাটিং কোচ বিক্রম রাঠোর আবার আবেদন করবেন না বলে বিসিসিআইকে জানিয়ে দিয়েছেন, জানাচ্ছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।

‘টাইমস অব ইন্ডিয়া’র খবর, ভরন অরুণের জায়গায় বোলিং কোচ হিসেবে পরশ মামব্রেকে নিয়োগ দিতে যাচ্ছে বিসিসিআই। যদিও এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। এরই মধ্যে মজার ছলে ভারতের বোলিং কোচ হওয়ার আগ্রহের কথা জানালেন স্টেইন।

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এরই মধ্যে দলের পরামর্শক হিসেবে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়োগ দিয়েছে বিসিসিআই। সেটি নিয়েই ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো তাদের ইনস্টাগ্রাম পোস্টে লিখেছে, ‘ধোনির সঙ্গে আপনি যদি ফোন কলে থাকেন, তাহলে আপনি তাঁকে কী বলবেন?’ সেটির মন্তব্যের ঘরেই স্টেইন লিখেছেন, ‘(বলতাম) আমাকে বোলিং কোচ হিসেবে নিয়ে নাও, হাহা!’

তাঁর মন্তব্যের শেষে ‘হাহা’ই বোঝায়, মন্তব্যটা মজা করেই করেছেন স্টেইন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সমর্থক ব্যাপারটাকে গুরুত্বের সঙ্গেই নিয়েছেন। অনেকের চোখে স্টেইনই বোলিং কোচ হিসেবে বেশ ভালো পছন্দ।

স্টেইন এ বছরের শুরুর দিকে সব সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন। বিদায় নিয়েছেন খেলাটার ইতিহাসের সেরা ফাস্ট বোলারদের একজন হিসেবেই।

৯৩ টেস্টে ৪৩৯ উইকেট তাঁর, টেস্টের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকার আটে আছেন দক্ষিণ আফ্রিকান সাবেক ফাস্ট বোলার। ওয়ানডেতে ১২৫ ম্যাচে স্টেইনের উইকেট ১৯৬টি, টি-টোয়েন্টিতে ৪৭ ম্যাচে ৬৪টি।

কমেন্ট বক্সে আপনার মতামত প্রদান করুন।

About Dipok Deb Nath

Check Also

ইংল্যান্ড টি-টোয়েন্টি দলে ব্রাত্য, হঠাৎ IPL খেলার শখ হল জো রুটের

২০২৩ আইপিএল নিলামে অংশ নিতে চলেছেন জো রুট। এর আগে তিনি কখনও আইপিএল খেলেননি। ২৩ …

Leave a Reply

Your email address will not be published.