কয়েক দিন আগেই আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে বাংলাদেশ এবং ভারতে সফর করে গেছেন। এর পর থেকেই ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন―বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি নাকি পরবর্তী আইসিসি চেয়ারম্যান হওয়ার দৌড়ে আছেন। গাঙ্গুলির সাম্প্রতিক একটি টুইট এই জল্পনাকে আরো উসকে দিয়েছে। যদিও সৌরভের টুইটে শুধুই ছিল টেস্ট ক্রিকেটের প্রশংসা।
আজ লর্ডস টেস্টের চতুর্থ দিনে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড। অপরাজিত সেঞ্চুরি করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সাবেক অধিনায়ক জো রুট। ম্যাচ শেষে টুইট করে রুটকে ‘সর্বকালের সেরাদের একজন’ হিসেবে উল্লখ করেছিলেন সৌরভ। একই দিনে অপর টুইটে সৌরভ লিখেছেন, ‘যেকোনো ফরম্যাটের ক্রিকেট দেখো, যেকোনো রঙের জার্সি পরো, টেস্ট ক্রিকেটকে কেউ হারাতে পারবে না। কোনো তুলনাই হয় না। এই ফরম্যাটকেই সর্বোচ্চ প্রাধান্য দেওয়া উচিত। ‘
লর্ডসে নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড টেস্টে প্রথম দিন থেকে নজর রেখেছিলেন সৌরভ। এই টুইটে কোথাও আইসিসির নাম উল্লেখ না করা হলেও ভারতীয় মিডিয়া সম্পর্ক খুঁজে পেয়েছে। সম্প্রতি আইসিসি চেয়ারম্যান বার্কলে বলেছিলেন, তারা টেস্ট ম্যাচের সংখ্যা কমাতে চাইছেন। সেই সংস্থায় সৌরভ প্রধান হয়ে এলে যে ভাবনা বদলে যাবে, সেটাই নাকি তিনি টুইট করে বুঝিয়ে দিয়েছেন! জল্পনার আরো কারণ, টুইটে আইসিসিকে ট্যাগও করেছেন সৌরভ।
উল্লেখ্য, সম্প্রতি আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে টেস্ট ম্যাচের সংখ্যা কমিয়ে আনা সম্পর্কে বলেছিলেন, ‘খেলার অভিজ্ঞতা এবং অর্থের দিক থেকে দেখতে গেলে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। যে দেশগুলো অনেক বেশি ম্যাচ খেলার আশা করে, বিশেষ করে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বিপক্ষে, তারা অত সুযোগ পাবে না। ম্যাচ কমবে। আগামী ১০ থেকে ১৫ বছরে টেস্ট ম্যাচ ক্রিকেটে বড় ভূমিকা রাখবে কিন্তু খেলা কম হবে। ‘