Breaking News

বাংলাদেশের ৬ বছর বয়সি ক্ষুদে লেগ স্পিনারের বোলিংয়ের প্রশংসা করে টুইটারে পোস্ট করলেন শচীন টেন্ডুলকার

গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি বাচ্চার লেগ স্পিনার ভিডিও ছেড়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। ভিডিওতে দেখা যাচ্ছে ৬-৭ বছরের একটি শিশু লেগ স্পিন করছে। তার বল খেলতে হিমশিম খাচ্ছে ব্যাটসম্যানরা।এমনকি ব্যাটসম্যানদের কয়েকবার বোল্ড আউট করতে দেখা গিয়েছে এই ভিডিওতে। অনেকেই মনে করছিলেন এই শিশুটি হয়তো ভারতীয়। কিন্তু এই শিশুটি ভারতীয় নয় তার বাড়ি বাংলাদেশের বরিশাল বিভাগে। ভিডিওতে লেগ স্পিনার করা শিশুটির নাম আসাদুজ্জামান সাদিদ।

Advertisement

ছয় বছর বয়সী দুর্দান্ত এই লেগ স্পিনার এর সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। টুইটারে এই ভিডিওটি সহ ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার বলেন, “অসাধারণ! ভিডিওটি আমি আমারে এক বন্ধুর থেকে পেয়েছি। এটা অসাধারণ। খেলার প্রতি এই ছোট্ট শিশুটির ভালোবাসা এবং আবেগ একেবারেই স্পষ্ট।”

Advertisement

কমেন্ট বক্সে আপনার মতামত প্রদান করুন।

About Dipok Deb Nath

Check Also

হাওয়ায় ভেসে দুরন্ত ক্যাচ নিলেন লিটন! বিশ্বাসই করতে পারছিলেন না কোহলি, দেখুন ভিডিয়ো

ইতিমধ্যেই জমে উঠেছে ভারত বনাম বাংলাদেশ প্রথম একদিনের ম্যাচ। মীরপুরের শের-এ বাংলা স্টেডিয়ামে এই ম্যাচের …

Leave a Reply

Your email address will not be published.