Breaking News
shohed-find-out-harbozan

পাকিস্তানের জয়ের পর হরভজনকে খুঁজছেন শোয়েব

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগে জমে উঠেছিল দুই দেশের সাবেকদের কথার লড়াই। বছরজুড়ে চলতে থাকা এই লড়াই নতুন মাত্রা পেয়েছিল ম্যাচের প্রাক্বালে। এর রেশ রয়ে গেছে ম্যাচ শেষেও।

Advertisement

এবার সবচেয়ে আলোচিত ছিল শোয়েব আখতার ও হরভজন সিংয়ের কথার লড়াই। টুইটারে দুজনের খোঁচাখুঁচি ছিল দেখার মত। হরভজন একপর্যায়ে শোয়েবকে বলেছিলেন, পাকিস্তান ভারতকে বিশ্বকাপ ম্যাচটা ছেড়ে দিলেই পারে, কারণ বিশ্বকাপে ভারতের বিপক্ষে জেতা তো আর হয় না।

বিশ্বকাপে ভারতকে কখনও হারাতে পারেনি বলে পাকিস্তানের প্রতি স্পষ্ট খোঁচা ছিল হরভজনের এই কথায়। তবে ধ্রুপদী লড়াইয়ে পাকিস্তান ১০ উইকেটে হারিয়েছে ভারতকে। পাকিস্তানের ঐতিহাসিক এই জয়ের পর হরভজনকে খুঁজে বেড়াচ্ছেন শোয়েব!

Advertisement

আরেক টুইটে ভিডিও যুক্ত করেছেন শোয়েব, যেখানে তিনি বলছেন,‘ভাজ্জি, হরভজন সিং, ওয়াকওভার চাও তো? ওয়াকওভার চাও? কি আর করার। শান্ত থাকো।’

শোয়েবের ছোঁড়া এসব ‘বিমার’ এর জবাব হরভজন না দিলেও সমর্থকরা দুজনের এই রেষারেষি বেশ উপভোগই করছেন!

Advertisement

কমেন্ট বক্সে আপনার মতামত প্রদান করুন।

About Dipok Deb Nath

Check Also

ইংল্যান্ড টি-টোয়েন্টি দলে ব্রাত্য, হঠাৎ IPL খেলার শখ হল জো রুটের

২০২৩ আইপিএল নিলামে অংশ নিতে চলেছেন জো রুট। এর আগে তিনি কখনও আইপিএল খেলেননি। ২৩ …

Leave a Reply

Your email address will not be published.