নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান জিতে যাওয়ায় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ভারত। বিরাট কোহলিদের এই আগাম বিদায়ে কষ্ট পেয়েছেন পাকিস্তানি গতি তারকা শোয়েব আখতার৷ ভারত-পাকিস্তান ফাইনাল হওয়ার সুযোগ নেই বলে মন খারাপ তার৷
সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শোয়েব আখতারের উত্তরসূরীদের কাছে দশ উইকেটে হেরে বিশ্বকাপ মিশন শুরু করে ভারত৷ দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে তারা হারে ৮ উইকেটের বড় ব্যবধানে৷ আর এই দুইটি হারেই কার্যত শেষ হয়ে যায় ভারতের সেমিফাইনাল স্বপ্ন।
নানা যদি আর কিন্তুর সমীকরণে বিরাট কোহলিরা এরপর তাকিয়েছিলেন নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচের দিকে৷ রবিবারের সেই ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় আফগানিস্তান৷ আর সেই সাথে আনুষ্ঠানিকভাবেই শেষ হয়ে যায় ভারতের সেমিফাইনাল স্বপ্ন৷
ভারতীয় ক্রিকেট দলের আগাম বিদায়ে কষ্ট পেয়েছেন তাদের চিরশত্রু পাকিস্তানের কিংবদন্তি গতিতারকা শোয়েব আখতার৷ আরেকটি ভারত-পাকিস্তান ফাইনালের স্বপ্ন দেখছিলেন শোয়েব৷ বিরাট কোহলিদের বিদায়ে সেই স্বপ্ন আলোর মুখ দেখলো না৷ আর এইজন্য মন খারাপ দ্রুতগতির এই সাবেক পেসারের৷
Stage set for semifinals now.
Forget the super 12 now, just use the momentum but go into semis with a renewed focus.AdvertisementSad end for India's campaign. Couldn't sustain too much pressure.
Full video: https://t.co/uZjwXpn08L#ICCT20WorldCup #SemiFinal
Advertisement— Shoaib Akhtar (@shoaib100mph) November 8, 2021
শোয়েব আখতার বলেছেন, ‘নিউজিল্যান্ডের কাছে আফগানিস্তান হেরে যাওয়ায় অনেকেই খুশি৷ বলছেন ভাল হয়েছে, কারণ ভারত বাদ পড়ে গিয়েছে। কিন্তু, আমি চাচ্ছিলাম যাতে ভারতও ফাইনালে উঠে। আগেই বলেছি, একটা বিশ্বকাপে পাকিস্তান কেন ভারতের বিপক্ষে মাত্র একটি ম্যাচ খেলবে? কেন তারা ফাইনালে আবার মুখোমুখি হবে না?’
‘আমার চাওয়া ছিলো , ভারতের বিরুদ্ধেই পাকিস্তান ফাইনাল খেলুক। তাদের হারিয়েই চ্যাম্পিয়ন হোক৷ ভারত-পাকিস্তান ফাইনাল হলে সেটা ক্রিকেটের জন্য ভালো হত। বিশ্বকাপটাকে তখন বড় মনে হত।”
সেমিফাইনালে পাকিস্তান দলের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী শোয়েব। যে কোন দলকেই হারানোর ক্ষমতা এই পাকিস্তান দলের আছে বলেই তার বিশ্বাস৷
শোয়েব জানিয়েছেন, ‘পাকিস্তান এই আসরে যে ধরনের ক্রিকেট খেলছে, তাতে কোন দলের বিরুদ্ধে খেলতে হচ্ছে তা নিয়ে আমি মোটেই চিন্তিত নই।’