প্রতি ম্যাচে নিত্যনতুন রেকর্ড করাকে নিয়মে পরিণত করছেন সাকিব আল হাসান। বাংলাদেশের এই অলরাউন্ডার বৃহস্পতিবার (২১ অক্টোবর) বনে গেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি।
এতদিন টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট শিকারের কীর্তি ছিল পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদির। পাপুয়া নিউগিনির বিপক্ষে মাঠে নামার আগে বিশ্বকাপে সাকিবের উইকেট ছিল ৩৫টি।
ব্যাট হাতে ৪৬ রানের কার্যকরী ইনিংস খেলা সাকিব বল হাতে পাপুয়া নিউগিনির ব্যাটারদের ত্রাসে পরিণত হন। ৪ ওভার বল করে মাত্র ৯ রানের খরচায় একে একে তুলে নেন ৪টি উইকেট। সাঈদ আজমল ও লাসিথ মালিঙ্গাকে ছাড়িয়ে নিজের নাম লেখান আফ্রিদির পাশে।
এতে বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট শিকারির তালিকায় যৌথভাবে আফ্রিদির সাথে শীর্ষে অবস্থান করছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেটের মালিক। আর একটি উইকেট পেলেই তিনি ছাড়িয়ে যাবেন পাকিস্তানের কিংবদন্তিকে।