বাংলাদেশি ক্রিকেটারদের কারণে আইপিএল নিয়ে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের উন্মাদনা চোখে পড়ার মত। তবে সাকিব আল হাসানের সমর্থকদের বারবার হতাশ হতে হচ্ছে। বিশ্বসেরা অলরাউন্ডারকে ঢাকঢোল পিটিয়ে স্কোয়াডে অন্তর্ভুক্ত করলেও একাদশে সুযোগ দিচ্ছে না নাইটরা।
তবে সাকিব-ভক্তদের সেই প্রতীক্ষার অবসান হতে পারে আজ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চতুর্দশ আসরের গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার (৩ অক্টোবর) মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। দুবাইয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।
য়দরাবাদের প্লে-অফ খেলার স্বপ্ন নষ্ট হলেও শেষ চারের দরজা এখনও খোলা আছে কলকাতার জন্য। সেজন্য অবশ্য নিজেদের জয় নিশ্চিতের পাশাপাশি অন্য দলগুলোর ফলাফলেও চোখ রাখতে হবে ইয়ন মরগানের দলকে।
গত ম্যাচে হারার পর একাদশ বাছাই নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে কলকাতা। আন্দ্রে রাসেল-বিহীন দলে তাই আজও দেখা যেতে পারে পরিবর্তন। আগের ম্যাচে অভিষিক্ত টিম সেইফার্টের পরিবর্তে সাকিবের খেলার জোর সম্ভাবনা রয়েছে।