কলকাতা নাইট রাইডার্সের একাদশে সাকিব আল হাসান ফিরেছেন ৯ ম্যাচ পর। ফিরেই বল হাতে দেখিয়েছেন ঝলক। সাকিবের নৈপুণ্যে সানরাইজার্স হায়দরাবাদকে অল্প রানে আটকে ফেলার স্বপ্ন দেখছে কলকাতা।রবিবার (৩ অক্টোবর) দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। টিম সেইফার্টের বদলে এদিন একাদশে সুযোগ দেওয়া হয় সাকিবকে।ইনিংসের সপ্তম ওভারে প্রথমবারের মত সাকিবের হাতে বল তুলে দেন কলকাতার অধিনায়ক ইয়ন মরগান। হায়দরাবাদ তখন রান তুলছে ওভারপ্রতি ৫.৮৩ হারে। এই ওভারে মাত্র ৪ রান খরচ করেন সাকিব। পঞ্চম বলে দুর্দান্ত থ্রোতে রান আউট করেন হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসনকে, যিনি ২১ বলে ২৬ রান করে ভয়ংকর হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছিলেন।
নবম ওভারে আবারও আক্রমণে আসেন সাকিব। এই ওভারেও মাত্র ৪ রান খরচ করেন। চতুর্থ বলে প্রিয়ম গার্গের ব্যাট ছুঁয়ে বল ফিরে গিয়েছিল সাকিবের কাছেই। তবে তিনবারের প্রচেষ্টায়ও বল তালুবন্দি করতে পারেননি।তবে সাকিবের উইকেটের আক্ষেপ মিটে যায় ইনিংসের দশম ওভারে। এই ওভারের প্রথম বলেই স্ট্যাম্পিংয়ের শিকার হন অভিষেক শর্মা (১০ বলে ৯ রান)। অভিষেকের উইকেট শিকার করা ওভারে মাত্র ২ রান খরচ করেন সাকিব।সাকিব ১৩তম ওভারেই নিজের চতুর্থ ও শেষ ওভার করেন। এই ওভারে ১০ রান খরচ করলেও বোলিং ফিগার ছিল দৃষ্টিনন্দন। ৪ ওভার বল করে ২০ রানের খরচায় সাকিব শিকার করেন একটি উইকেট। একক প্রচেষ্টায় করেন একটি রান আউটও।