বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ইতিহাসের সেরা অলরাউন্ডারদের তালিকা করেছেন ভারতের প্রখ্যাত ক্রিকেট কলামিস্ট অনন্ত নারায়ণন। তার সেই তালিকায় ওয়ানডের সর্বকালের সেরা অলরাউন্ডারের মর্যাদা পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান।ইএসপিএনক্রিকইনফোতে লেখা কলামে অনন্ত ভালো করে ব্যাখ্যা-বিশ্লেষণ দিয়ে উপস্থাপন করেছেন, কেন সাকিবই একদিনের ক্রিকেটের সেরা অলরাউন্ডার।তার মতে, ব্যাটিং গড়, ব্যাটিং স্ট্রাইক রেট, বোলিং স্ট্রাইক রেট, বোলিং অ্যাক্যুরেসি, দলে অবদান, ধারাবাহিকতা, গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ব্যাটিং-বোলিং, সেরা ম্যাচ পারফরম্যান্স, প্রতি ম্যাচে গড় পারফরম্যান্স, ক্যারিয়ারের দৈর্ঘ্য- এসব বিষয়ে সাকিব অন্য সব অলরাউন্ডারদের ছাড়িয়ে গেছেন।
উপাদান সূচক, ভিত্তি মান ও রেটিং মান বিচারে সাকিবকেই তাই শ্রেষ্ঠ অলরাউন্ডার বলে উপস্থাপন করেছেন অনন্ত।এদিকে টেস্টে সর্বকালের শ্রেষ্ঠ অলরাউন্ডার হিসেবে তিনি মেনে নিয়েছেন স্যার গ্যারি সোবার্সকে। এক্ষেত্রে সাকিবকে রেখেছেন দ্বিতীয় স্থানে। যদিও স্পষ্ট করেছেন- সোবার্সকে সেরার তালিকার শীর্ষে রাখার ক্ষেত্রে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল সাকিবের সমৃদ্ধ পরিসংখ্যান।অনন্ত তার কলামে লিখেছেন, ‘সাকিব প্রমাণ করেছে, টেস্ট অলরাউন্ডারদের তালিকায় প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় স্থানে থাকাটা আকস্মিক কোনো সাফল্য নয়। সে এখন বিভিন্ন ফরম্যাটে শীর্ষ অলরাউন্ডার। ওয়ানডেতে বিশাল ব্যবধানে র্যাংকিংয়ের এক নম্বরে অবস্থান করছে।’
‘২০১৯ সালে নিষেধাজ্ঞার জন্য সে হয়ত অনেক উঁচুতে থেকে শেষ করেছিল। তবে সে আগের মতই দুর্দান্তভাবে ফিরে এসেছে এবং সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্স অনবদ্য।’