টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তান হারতেই এক শ্রেণির ভারতীয় সমর্থক আনন্দে বাজি ফাটানো শুরু করে। পাকিস্তানের কাছে ১০ উইকেটে হার তার ওপরে গ্রুপ লিগ থেকে কোহলিদের বিদায়ে এমনিতেই ক্ষোভ জমে ছিল। পাকিস্তান হারতেই রীতিমতো উৎসবের মেজাজ দেখা গেছে কিছু ভারতীয়র মধ্যে। দুর্ভাগ্যজনকভাবে তার শিকার হলেন সানিয়া মির্জা।
বৃহস্পতিবার দুবাইয়ের মাঠে ছিলেন টেনিস সুন্দরী। গোটা ম্যাচে পাকিস্তানের হয়ে গলা ফাটিয়েছেন। এই দৃশ্য দেখেই তেলে-বেগুনে জ্বলে উঠেছে কিছু ভারতীয় সমর্থক। নোংরা ভাষায় তাঁকে আক্রমণ করা চলছে। এমনকী তাঁকে দেশদ্রোহীর তকমাও দেওয়া হল সোশ্যাল মিডিয়ায়।
পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিকের স্ত্রী সানিয়া। ভারতের বিদায়ের পরে তিনি পাকিস্তানকে সমর্থন করবেন এতে আশ্চর্যের কিছু নেই। তবু কারও কারও গভীর আপত্তি আছে। গতকাল দ্বিতীয় ইনিংসে যখন ম্যাচের টানটান অবস্থা, লেগস্পিনার শাদাবের বলে আউট হন অজি তারকা স্টিভ স্মিথ। সেই সময় উচ্ছ্বাস করতে দেখা যায় সানিয়াকে।
টিভির পর্দায় সেই দৃশ্য দেখে মাথায় রক্ত উঠে গেছে এক শ্রেণির ভারতীয় সমর্থকদের। কেউ কেউ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন জানিয়েছেন, দেশদ্রোহিতার অপরাধে যেন সানিয়াকে শাস্তি দেওয়া হয়। এছাড়াও কদর্য ভাষায় ভারতের টেনিস তারকাকে আক্রমণ করেছে আরও অনেকেই।