দুবাইতে আজ আইপিএলের ৩৯তম ম্যাচে মুখোমুখি কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। লিগ টেবলের ছ’নম্বর ও আট নম্বর দলের লড়াই আজ।দিল্লির (Delhi Capitals) বিরুদ্ধে প্রবল লড়াই চালিয়েও দলকে জেতাতে পারেননি সঞ্জু স্যামসন (Sanju Samson)। ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলের ৮ নম্বরে রাজস্থান।
বাকি ৫ ম্যাচ থেকে দরকার ৬ পয়েন্ট। সেই সঙ্গে নেট রান রেটও বাড়াতে হবে। তাহলেই মিলতে পারে প্লে অফের টিকিট।পয়েন্ট টেবিলের লাস্ট বয় সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে মরিয়া সঞ্জু স্যামসনরা। টানা ৪ ম্যাচ হেরে বিধ্বস্ত সানরাইজার্স হায়দরাবাদ। ভাগ্যের চাকা ঘুরছে না।
এই আইপিএল মরসুমটা দ্রুত ভুলতে চাইছে টিম হায়দরাবাদ। আইপিএলের প্রথম পর্বের মাঝপথেই অধিনায়ক বদল হয়। ডেভিড ওয়ার্নারকে সরিয়ে ক্যাপ্টেন করা হয় কেন উইলিয়ামসনকে। তাতেও ফলাফলে কোনও পরিবর্তন হয়নি। রাজস্থানের বিরুদ্ধে দলে পরিবর্তনের ভাবনা হায়দরাবাদের।