আইপিএলের পয়েন্ট তালিকার চারে উঠে আসার সুযোগ হারাল রাজস্থান রয়্যালস। দুবাইয়ে পচা শামুকে পা কাটল সঞ্জু স্যামসনের দলের। সানরাইজার্সকে উইকেটে হারিয়ে চলতি আইপিএলের দ্বিতীয় জয় ছিনিয়ে নিল কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ।সানরাইজার্সের আইপিএলের শেষ চারে যাওয়ার সম্ভাবনা নেই। তবে তাদের হাল্কাভাবে নিলে অনেক দলের পক্ষেই যে শেষ চারে ওঠার লড়াই কঠিন হয়ে যাবে তা দেখিয়ে দিল কেন উইলিয়ামসনের দল
। ডেভিড ওয়ার্নার খারাপ ফর্মে ছিলেন। তাঁকে এদিন বাদ দেয় সানরাইজার্স। তিনি বাদ পড়ায় মাঠমুখোও হননি। তাঁর পরিবর্ত হিসেবে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথম ম্যাচ খেলার সুযোগ পেলেন ইংল্যান্ডের ওপেনার জেসন রয়। তিনিই দলের সর্বাধিক রান করলেন এদিন। ৪২ বলে ৬০ রানের ইনিংস টি ২০ বিশ্বকাপের আগে স্বস্তি দেবে ইংল্যান্ডকে।
উইনিং শট নিয়ে অপরাজিত অর্ধশতরানের সুবাদে দলকে দ্বিতীয় জয় এনে দিলেন কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক উইলিয়ামসন এদিন আইপিএলে অধিনায়কোচিত ইনিংস খেলে ৪১ বলে ৫১ রান করে অপরাজিত রইলেন।