ইংল্যান্ড দলের বাজে পারফরম্যান্সের কারণে সম্প্রতি অধিনায়কত্ব ছেড়ে দেন জো রুট। তার পরিবর্তে নতুন টেস্ট অধিনায়কের দায়িত্ব পেয়েছেন বেন স্টোকস।
স্টোকসের নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে স্বাগতিক ইংল্যান্ড। সদ্য শেষ হওয়া লর্ডস টেস্টে নেতৃত্ব ছেড়ে দেওয়া জো রুটের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় পেয়েছে ইংলিশরা।
রুটের ১১৫ রানের অনবদ্য ইনিংসে ভর করে কিউইদের বিপক্ষে ৫ উইকেটের জয় পায় ইংল্যান্ড। দলের জয়ের পর খুশি হতে পারছে না ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। রুটের কারণেই লর্ডস টেস্টে লাভের অঙ্ক কমল ইসিবির!
রুটের সেঞ্চুরির পরও ইংল্যান্ডের লাভের অংশ কমে যাওয়ার কারণ হলো- রুটের দাপটে প্রথম টেস্টের চতুর্থ দিনে ১৫ ওভারের আগেই জিতে যায় ইংল্যান্ড। লর্ডসের নিয়ম অনুযায়ী- কারণ যাই হোক, কমপক্ষে ১৫ ওভার খেলা না হলেই সেই দিনের টিকিটের মূল্য দর্শকদের ফেরত দেওয়া হয়।
১৫.১ থেকে ২৯.৫ ওভারের মধ্যে খেলা হলে টিকিটের ৫০ শতাংশ অর্থ ফেরত পান দর্শকরা। টেস্টের চতুর্থ দিন ইংল্যান্ড ১৫ ওভারের আগেই লক্ষ্যে পৌঁছে যায়। তাই নিয়ম অনুযায়ী ৩০ দিনের মধ্যে টিকিটের মূল্য ফেরত পাবেন দর্শকরা।
ইসিবির লাভ কমলেও ক্রিকেটপ্রেমীদের সোনায় সোহাগা। রুটের শতরান, দলের জয়, সঙ্গে লর্ডসের চতুর্থ দিনের টিকিটের পয়সা ফেরত।