কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ব্যাট হাতে বরাবর সফল রোহিত শর্মা। কেকেআরের বিরুদ্ধে সবথেকে বেশি রান রয়েছে তাঁর ঝুলিতেই। আবু ধাবিতে আইপিএল ২০২১-এর ফিরতি লেগে ব্যাট হাতে মাঠে নেমে হিটম্যান অন্তত ৫টি দুরন্ত নজির গড়তে পারেন। একনজরে দেখে নেওয়া যাক, কোন কোন রেকর্ডের হাতছানি রয়েছে রোহিতের সামনে।
1/5প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে কোনও একটি প্রতিপক্ষের বিরুদ্ধে ১০০০ রান পূর্ণ করতে পারেন রোহিত। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এখনও পর্যন্ত হিটম্যান সংগ্রহ করেছেন সবথেকে বেশি ৯৮২ রান। আর মাত্র ১৮ রান করলেই বিরল নজির গড়বেন তিনি।
2/5ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টি-২০ ফর্ম্যাটে ৪০০ ছক্কার মাইলস্টোন ছুঁতে পারেন রোহিত। তিনি টি-২০ ক্রিকেটে এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেটার হিসেবে সবথেকে বেশি ৩৯৭টি ছক্কা হাঁকিয়েছেন। সুতরাং, নজির গড়তে রোহিতকে মারতে হবে ৩টি ছক্কা।
3/5মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ক্রিকেটার হিসেবে পাওয়ার প্লে’তে ৫০টি ছক্কা মারার নজির গড়তে পারেন রোহিত। তিনি এখনও পর্যন্ত মুম্বইয়ের হয়ে পাওয়ার প্লে’তে ৪৮টি ছক্কা হাঁকিয়েছেন। মাইলস্টোন ছুঁতে হিটম্যানের দরকার ২টি ছক্কা।
4/5আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ১০০টি বাউন্ডারি মারার নজির গড়তে পারেন রোহিত। হিটম্যান কেকেআরের বিরুদ্ধে এখনও পর্যন্ত ৯৬টি চার মেরেছেন। ৪টি বাউন্ডারি মারলেই তিনি মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন।
5/5রোহিত শর্মা এই মুহূর্তে আইপিএলে ৫৪৮০ রান সংগ্রহ করেছেন। সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় তিনি রয়েছেন চার নম্বরে। কেকেআরের বিরুদ্ধে ১৬ রান করলেই সুরেশ রায়নাকে (৫৪৯৫) টপকে তালিকার তৃতীয় স্থানে চলে আসবেন মুম্বই অধিনায়ক।