নিজের সেরা ফর্মে ব্যাট করছিলেন। একশো পেরোনোর পরে দেড়শোর গন্ডিও পার করেন অনায়াসে। মনে হচ্ছিল কেরিয়ারের প্ৰথম দ্বিশতরান মোহালিতেই করে ফেলবেন রবীন্দ্র জাদেজা। তবে আচমকাই ক্যাপ্টেন রোহিত শর্মা যখন ভারতীয় ইনিংস ডিক্লেয়ার করলেন, জাদেজা তখন ১৭৫ রানে ব্যাটিং করছিলেন।
জয়ের পরিস্থিতির কথা ভেবে রোহিত শর্মা এমন সিদ্ধান্ত নিলেও, ক্রিকেট মহল মোটেই ভালভাবে নিচ্ছে না ইনিংস ডিক্লেয়ার করার ঘটনা। অনেকেই রোহিত শর্মার ইনিংস ডিক্লেয়ার করার ঘটনার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন দ্রাবিড়ের সেই বিতর্কিত সিদ্ধান্তের। যে দ্রাবিড় আবার বর্তমানে জাতীয় দলের কোচ।
What a Knock from Ravindra Jadeja. He scored unbeaten 175* runs from 228 balls including 17 Fours and 3 Sixes against Sri Lanka in the First Test match. Well played, Sir Jadeja.@imjadeja #INDvsSL #RAVINDRAJADEJA #jadeja #RavindraJajeja #Jaddu pic.twitter.com/ZsojN7JLKj
Advertisement— Cricket Lover (@nivesh_sanjay) March 5, 2022
২০০৪-এ পাকিস্তানের বিরুদ্ধে মুলতান টেস্টের সময় সকলকে অবাক করে দিয়ে দ্রাবিড় ৬৭৫/৫-এ ইনিংস ডিক্লেয়ার করে দেন। সেই সময় শচীন ১৯৪ রানে ব্যাট করছিলেন। আর ১৮ বছর পরে সেই একই ঘটনার যখন পুনরাবৃত্তি হল, ক্রুদ্ধ ক্রিকেট সমর্থকরা ক্ষোভ জানিয়ে গেলেন সোশ্যাল মিডিয়ায়।
যাইহোক, জাদেজা মাইলফলক দ্বিশতরান হাঁকাতে না পারলেও শ্রীলঙ্কাকে চাপে ফেলার যাবতীয় বন্দোবস্ত সারা ভারতের। ভারত ৫৭৪/৮-এ তোলার ফাঁকে হাফডজন ফিফটি প্লাস পার্টনারশিপ গড়ে ফেলেছে। তিন নম্বরে ব্যাট করতে নেমে হনুমা বিহারি ৫৮ করে যান। তারপরে সাময়িকভাবে ভারতকে লঙ্কানরা চাপে ফেললেও ঋষভ পন্থ ৯৭ বলে ৯৬ করে দুরমুশ করে যান প্রতিপক্ষ বোলারদের। রবিচন্দ্রন অশ্বিনও ৬১ রান করে ভারতকে বড়সড় স্কোর গড়তে সাহায্য করে যান।
#RAVINDRAJADEJA #INDvSL #BCCI #RahulDravid Injustice to Ravindra Jadeja. Why team India declared while a double century was supposed to be added in Ravindra Jadeja carrier ?
— Ratan Kumar Sahoo (@ratankusahoo) March 5, 2022
বিশাল রানের সামনে ব্যাট করতে নেমে লঙ্কানরা দুই ওপেনারকেই হারিয়েছে। জাদেজা, অশ্বিন বল হাতে যথারীতি ভেলকি শুরু করেছেন।