ইন্ডিয়ার ভবিষ্যৎ ক্যাপ্টেন হিসেবে এক ধাপ এগিয়ে রিশভ পন্ত
চতুর্দশ আইপিএলে ভারতের মাটিতে বিশ্বকাপের মহড়া৷ চলতি বছর অক্টোবরে ভারতে বসছে টি-২০ বিশ্বকাপের আসর৷ তারপর নিজেদের সেরাটা দিতে মরিয়া বিভিন্ন দেশের তরুণ ক্রিকেটাররা৷ আইপিএলে পারফর্ম করে শুধু ভারতে নয়, বিশ্বের অন্য দেশের ক্রিকেটাররাও জাতীয় দলে সুযোগ পেয়েছেন৷
ভারতের টি-২০ বিশ্বকাপের দলে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে ঋষভ পন্তের সঙ্গে দৌড়ে রয়েছেন লোকেশ রাহুল, সঞ্জু স্যামসন ও ইশান কিশান৷ তবে এঁদের মধ্যে পন্তকেই বিশ্বকাপের দলে দেখতে চান ভারতীয় দলের প্রাক্তন ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্ণণ৷ আইপিএলে এবার দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিচ্ছে পন্ত৷ গত আইপিএলটা ভালো যায়নি৷ ফলে জাতীয় দলে তিন ফর্ম্যাটে জায়গা ধরে রাখতে ব্যর্থ হয়েছিলেন দিল্লির এই উইকেটকিপার ব্যাটসম্যান৷
আরো পড়ুনঃ ২য় ভারতীয় হিসেবে ভুবনেশ্বরের আইসিসি মাস সেরার পুরস্কার
কিন্তু চলতি বছরের শুরুতে ভারতের অস্ট্রেলিয়া সফর পুর্ণজন্ম দিয়েছে পন্তকে৷ তারপর থেকে আর পিছনে তাকাতে হয়নি দিল্লির এই তরুণকে৷ এ কথা স্মরণ করিয়ে দিয়ে ভিভিএস বলেন, ‘উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে পন্তকে আমি সবসময় দলে চাই৷ ও অনেক উন্নত করেছে৷ উইকেটকিপিংয়েও ছাপ ফেলেছে৷ মিডল-অর্ডারে বাঁ-হাতি ব্যাটসম্যান হিসেবেই নয়, ও কেন সময়ে প্রতিপক্ষের হাত থেকে ম্যাচ বের করে নিতে পারে৷ সুতরাং আমি ঋষভকেই পছন্দ করব৷’
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে পর্যন্ত সাদা বলের ফর্ম্যাটে ভারতীয় দলে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেব রাহুল খেলতেন৷ কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ব্যাট হাতে দারুণ পারফর্ম করে ফের ওয়ান ডে এবং টি-২০ দলে জায়গা করে নেন পন্ত৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ওয়ান ডে এবং টি-২০ দলে ছিলেন না পন্ত৷ কিন্তু আইপিএলের আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে এবং টি-২০ দলে জায়গা ফিরে পান দিল্লির এই তরুণ৷ তাঁর সাম্প্রতিক পারফরম্যান্সের ফলে এবার দিল্লি ক্যাপিটালসের শ্রেয়স আইয়ারের পরিবর্ত হিসেবে দলের নেতৃত্বের ব্যাটন পন্তের হাতে তুলে দেন৷ চোটের কারণে এবারের আইপিএল থেকে ছিটকে গিয়েছেন আইয়ার৷ নেতা হিসেবে এখনও পর্যন্ত চারটি ম্যাচের মধ্যে দিল্লিকে তিনটি জিতিয়েছেন পন্ত৷