পাকিস্তান রাষ্ট্রক্ষমতা বদল হতেই পিসিবি চেয়ারম্যান রমিজ রাজার চেয়ার নিয়ে শংকা তৈরি হয়েছে। এশিয়ার দেশটির ক্রিকেটাঙ্গনের সঙ্গে রাজনীতির সম্পর্ক খুব ঘনিষ্ট। কিছুদিন আগে প্রধানমন্ত্রীর ক্ষমতা হারিয়েছেন পাকিস্তানকে বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক ইমরান খান। তিনিই রমিজকে পিসিবির চেয়ারম্যান করেছিলেন।
এবার শাহবাজ শরীফ নতুন প্রধানমন্ত্রী হওয়ার পর অনেকেই বলছেন, রমিজকে হয়তো সরিয়ে দেওয়া হবে। কিন্তু সেটা ঠিক হবে না বলে মনে করেন তৌকির জিয়া।যদিও গত সেপ্টেম্বরে দায়িত্ব গ্রহণের পর বেশ কিছু চমক জাগানো উদ্যোগ নিয়েছেন রমিজ। তার উদ্যোগেই বিশ্বে প্রথমবারের মতো বয়সভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ শুরু হতে যাচ্ছে।
এমন সময় রাজনৈতিক কারণে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানকে সরিয়ে দিলে দেশের ক্রিকেটের ক্ষতি হবে বলে মনে করেন ১৯৯৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত পিসিবির প্রধানের দায়িত্ব পালন করা তৌকির। তার মতে, রমিজকে পুরো তিন বছর দায়িত্ব পালন করতে দেওয়া উচিত।
‘ক্রিকেট পাকিস্তান’কে দেওয়া সাক্ষাতকারে তৌকির বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের খেলাধুলা বিশেষ করে ক্রিকেট থেকে রাজনীতি সম্পূর্ণভাবে নির্মূল করা উচিত। পরিবর্তন মানে হলো, নিজস্ব ধারণার বাস্তবায়ন করা। রমিজ রাজা দায়িত্ব পেয়েছে ৫-৬ মাস হলো।
এখন তাকে সরিয়ে যাকেই দায়িত্ব দেওয়া হবে, সে নিজের চিন্তা-ভাবনা নিয়ে আসবে। অনেক পরিবর্তন আনবে। এতে সামনে এগিয়ে যাওয়ার বদলে আরও পিছিয়ে যাবে পাকিস্তানের ক্রিকেট। বোর্ড চেয়ারম্যান হওয়া উচিত একজন ক্রিকেটারের। এখন যখন আমরা চেয়ারম্যান হিসেবে একজন ক্রিকেটারকে পেলাম, তাকে তো অন্তত ৩ বছর সময় দেওয়া উচিত। ‘