বিরাট কোহলি নেই। তাতেও জোহানেসবার্গ টেস্টে উত্তেজনার কমতি নেই। দ্বিতীয় দিনের তৃতীয় সেশন দেখল দুই দলের দুই অধিনায়ক ডিন এলগার এবং কেএল রাহুল সরাসরি বাকযুদ্ধে জড়ালেন, প্রকাশ্যে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মার্কো জ্যানসেনের ডেলিভারিতে আউট হওয়ার পরেই দক্ষিণ আফ্রিকান ক্যাপ্টেনকে শাপ শাপান্ত করতে করতে মাঠ ছাড়েন রাহুল।
আউট হওয়ার সময় ৮ রানে ব্যাট করছিলেন রাহুল। মার্কো জ্যানসেনের বল তাঁর ব্যাটের কানায় লেগে দ্বিতীয় স্লিপে ক্যাচ উঠে গিয়েছিল। সামনে ঝাঁপিয়ে ক্যাচ তালুবন্দি করেন আইডেন মারক্রাম। তবে আম্পায়ারের সিদ্ধান্ত না জেনে মাঠ ছাড়তে চাইছিলেন না রাহুল। রিপ্লেতে দেখা যায়, বল মাটিতে স্পর্শ করেনি। মারক্রামের তালুর ওপরেই বল ছিল ক্যাচের সময়। এরপরেই তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেন।