তাহলে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের কাছে বাংলাদেশের সঙ্গে টেস্ট খেলার চেয়ে আইপিএলই বেশি গুরুত্বপূর্ণ। অবস্থাদৃষ্টে তাই মনে হচ্ছে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্বল দল মাঠে নামাতে পারে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের টেস্ট ক্রিকেটাররা আইপিএলকেই প্রাধান্য দিচ্ছেন। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের পর ৩১ মার্চ শুরু হবে প্রথম টেস্ট।
দ্বিতীয় ও শেষ টেস্ট ৮ এপ্রিল। ক্রিকইনফো জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার টেস্ট ক্রিকেটাররা এই দুই টেস্টের সিরিজ বাদ দিয়ে আইপিএল খেলতে একমত হয়েছেন। ২৬ মার্চ থেকে শুরু হবে আইপিএলের নতুন মৌসুম।
আইপিএল না বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ—এই প্রশ্নে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) এর আগে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি খেলোয়াড়দের ওপর ছেড়ে দিয়েছিল। দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক ডিন এলগার তখন বলেছিলেন ‘এটি হবে আনুগত্যের অগ্নিপরীক্ষা।’ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে পূর্বের চুক্তি অনুযায়ী, আইপিএলের মৌসুমে খেলোয়াড়দের ছাড়পত্র দিয়েছে সিএসএ।
এ সময় সিরিজ আয়োজন করা থেকেও বিরত থাকে দক্ষিণ আফ্রিকা। কিন্তু এ বছর আইপিএল দশ দলের হওয়ায় এবং শরৎকালে বাংলাদেশের বিপক্ষে সিরিজ সূচিতে জটিলতা তৈরি করেছে।
ক্রিকইনফো সিএসএ-র এক সূত্রকে উদ্ধৃত করেছে, ‘বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি ছিল আইপিএলের সময় আমরা খেলোয়াড় ছাড়ব। কিন্তু আইপিএলের সূচি বড় হলেও আমাদের চুক্তিও পাল্টায়নি।’ এর অর্থ হলো, বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমসারির পেসারদের পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। দুই তারকা পেসার কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে চুক্তিবদ্ধ।
তরুণ সম্ভাবনাময় পেসার মার্কো ইয়ানসেনকে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। চোটে পড়া আনরিখ নরকিয়ারও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে খেলা অনিশ্চিত। সন্দেহ আছে তাঁর আইপিএলে খেলা নিয়েও। গত বছর জুলাইয়ে সর্বশেষ প্রথম শ্রেণির ক্রিকেট খেলা এই পেসারের চোট পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেবে দিল্লি ক্যাপিটালস।
তারকা পেসারদের যেহেতু পাওয়া যাচ্ছে না, তাই লুথো সিপামলা ও লিজাদ উইলিয়ামসকে দিয়ে পেস আক্রমণ সাজাতে পারে দক্ষিণ আফ্রিকা। সিপামলার ঝুলিতে অভিজ্ঞতা মাত্র এক টেস্টের। একটি ওয়ানডে ও ছয়টি টি-টোয়েন্টি খেলা উইলিয়ামসের এখনো টেস্টে অভিষেক হয়নি। স্পিন আক্রমণে অবশ্য কেশব মহারাজকে দেখা যেতে পারে।
স্পিন-অলরাউন্ডার হিসেবে জর্জ লিন্ডেকে দেখা যেতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে। এর আগে অবশ্য কাউন্টি ক্রিকেটের জন্য এই সিরিজ বাদ দিতে চেয়েছিলেন লিন্ডে। কিন্তু পরে নিজের থাকা নিশ্চিত করেছেন আর দক্ষিণ আফ্রিকার নির্বাচকেরাও টেস্ট সিরিজে স্পিন অলরাউন্ডার খেলাতে চান, জানিয়েছে ক্রিকইনফো।
দক্ষিণ আফ্রিকার টেস্ট ক্রিকেটাররা প্রধান কোচ মার্ক বাউচারের সঙ্গে এ নিয়ে বৈঠক করেছেন। আইপিএল খেলতে ভারতে যাওয়ার আগে টেস্ট সিরিজকে প্রাধান্য দিতে খেলোয়াড়দের বোঝানো হলেও কাজ হয়নি। ক্রিকইনফো জানিয়েছে, রাবাদাকে প্রথম টেস্টে পাওয়া গেলেও যেতে পারে। যদিও আইপিএল খেলাকেই প্রাধান্য দিচ্ছেন ক্রিকেটাররা।