জিম্বাবুয়ের এই দূর্দিনে এগিয়ে এলেন পুমা। রায়ান বার্ল খুশিতে আত্বহারা।
সম্প্রতি জিম্বাবোয়ের ক্রিকেটার রায়ান বার্ল(Ryan Burl) তাঁর টুইটারে জাতীয় দলের জন্য স্পনসরশিপের আবেদন করে একটি টুইট করেন। রায়ান সেই টুইটে নিজের দু’জোড়া ছেঁড়া জুতো, আঠা এবং কিছু যন্ত্রপাতিরও ছবি পোস্ট করেন। দেশের প্লেয়ারদের করুণ পরিস্থিতি তুলে ধরে কান্নার ইমোজি সহযোগে তিনি টুইটে লেখেন, ‘আমরা কি কোনও স্পনসর পেতে পারি যাতে প্রত্যেকটা সিরিজের পর নিজেদের জুতো আঠা দিয়ে আর লাগাতে না হয়?’
একজন জাতীয় ক্রিকেটারের যে এমন অবস্থা হতে পারে তা ভেবে অনুরাগীরা বেশ অবাক হন। অনেক অনুরাগী আবার জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ডের এই শোচনীয় অবস্থার জন্য ইন্টারন্যাশানাল ক্রিকেট কাউন্সিলকে(ICC) দোষারোপ করতে থাকেন। তবে বহু অনুরাগী রায়ানকে সাহায্য করার জন্য সেই টুইটটি রিটুইট করেন। আর সৌভাগ্যক্রমে তা পুমা ক্রিকেটের(Puma Cricket) নজরে পড়তেই তাঁরা রায়ানের সাহায্যে এগিয়ে আসেন।
আরো পড়ুনঃ রিশভ পন্তকে বিশ্বকাপের দলে চান ভিভিএস
জিম্বাবোয়ে জাতীয় দলের হয়ে রায়ানের অভিষেক হয়েছিল ২০১৭ সালে। ২৭ বছর বয়সি এই অল-রাউন্ডার এখনও পর্যন্ত দেশের হয়ে ৩টি টেস্ট ম্যাচ, ১৮টি ওডিআই ম্যাচ এবং ২৫টি টি-২০ ম্যাচ খেলেছেন। রায়ানের পোস্ট করা টুইটের পরিপ্রেক্ষিতে জার্মান বহুজাতিক সংস্থার পুমা নিজেদের টুইটারে লেখে, ‘এবার আঠাটি সরিয়ে রাখার সময় হয়ে গিয়েছে। আমরা চলে এসেছি তোমায় কভার করার জন্য।’
পুমার এই প্রত্যুত্তর পেয়েই রায়ান সঙ্গে সঙ্গে নিজের টুইটারে পুমা এবং অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘আমি পুমা ক্রিকেট টিমের সঙ্গে যোগদানের কথাটি খুবই গর্বের সঙ্গে ঘোষণা করছি। এটা একমাত্র সম্ভব হয়েছে শেষ ২৪ ঘন্টায় করা অনুরাগীদের সাহায্য এবং সমর্থনের জন্য। আমি তোমাদের সকলের কাছে খুবই কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ পুমা।’
রায়ানের আবেদনে পুমা ক্রিকেটের এগিয়ে আসায় বিষয়টি নজর কেড়েছে ভারতের প্রাক্তন তারকা স্পিনার হরভজন সিংয়ের(Harbhajan Singh)। তিনি টুইটারে পুমার প্রশংসা করে লেখেন, ‘সবসময় প্লেয়ারদের পাশে থাকে। ওয়েল ডান পুমা ক্রিকেট।’ জিম্বাবোয়েকে ক্রিকেট দল এক সময়ে বড় বড় দলকে বেগ দিতে সিদ্ধহস্ত ছিল। হিথ স্ট্রিক(Heath Streak), অ্যান্ডি ফ্লাওয়ার(Andy Flower), গ্র্যান্ট ফ্লাওয়ারের(Grant Flower) মতো প্লেয়াররা খেলতেন সেই দেশের হয়ে। তবে গত এক দশকে জিম্বাবোয়ে ক্রিকেট দলের পারফরম্যান্সের মানের চূড়ান্ত অবনতি ঘটেছে। সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে খেলা সিরিজেও তাঁরা লজ্জার হার হেরেছে।