পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সফল হওয়ায় এবার অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের নিয়ে পিএসএলের আদলে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে পিসিবি।
দেশের তরুণ ক্রিকেটারদের পেশাদার ক্রিকেটের আবহ দিতে জুনিয়র পিএসএল আয়োজনের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আগামী অক্টোবরে শুরু হতে যাওয়া পাঁচ দলের এ জুনিয়র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের দল পেতে আয়োজকদের ১৪ কোটি পাকিস্তানি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৬ কোটি টাকা) ধার্য করছে বোর্ড।
তরুণদের আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত করতে জুনিয়র টুর্নামেন্টের প্রতিটি দলে মেন্টর হিসেবে একজন কিংবদন্তি ক্রিকেটার রাখার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।
এ ব্যাপারে পিসিবি সভাপতি রমিজ রাজা বলেন, অসাধারণ একটি পরিবেশ ছাড়া একজন তরুণ ক্রিকেটার আর কি-ই বা চাইতে পারে। আমাদের একটি ড্রাফট পদ্ধতি থাকবে, যাতে তরুণ ক্রিকেটাররা আরও বেশি আয় করতে পারে। প্রতিটি দলেই ভিভ রিচার্ডসের মতো একজন করে মেন্টর থাকবে।