মোহালিতে ইনিংস ও ২২২ রানে শ্রীলঙ্কাকে পর্যদুস্ত করে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে ভারত। ম্যাচে অপরাজিত ১৭৫ রান করার পাশাপাশি ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন রবীন্দ্র জাদেজা। তারকা অলরাউন্ডারে মন্ত্রমুগ্ধ রবিচন্দ্রন অশ্বিনের মতে ভবিষ্যতেও আরও অনেক ইতিহাস গড়বেন জাদেজা।
বেশ কয়েক বছর আগে জাদেজা নিজের স্বপ্নের কথা বলতে গিয়ে জানিয়েছিলেন তিনি এক টেস্টে শতরান ও পাঁচ উইকেট নিতে চান। প্রথম টেস্টে জাদেজার সেই স্বপ্ন সার্থক হয়েছে। ম্যাচে ৯ উইকেট যাওয়া জাদেজা আর এক উইকেট নিলেই প্রথম ক্রিকেটার হিসাবে এক ম্যাচে ১৫০-র অধিক রান করার পাশাপাশি ১০ উইকেট নেওয়ার অনন্য নজির গড়তেন।
তবে এক ম্যাচে শতরান করা ও পাঁচ উইকেট নেওয়ার নজির গড়তে জাদেজার এতটা সময় লেগে গিয়েছে বলে কিছুটা অবাকই অশ্বিন। নিজের স্পিন পার্টনারের বিষয়ে কথা বলতে গিয়ে অশ্বিন বলেন, ‘সত্যি বলতে জাদেজা যেমন খেলে এবং ওর যা দক্ষতা রয়েছে, তারপরে ওর এক ম্যাচে শতরান করে পাঁচ উইকেট নিতে এতটা সময় লেগে যাওয়ায় আমি খানিকটা হতবাকই বটে।’
তবে অশ্বিন নিশ্চিত এই ঘটনা ভবিষ্যতেও বারবার ঘটবে। ‘আমি নিশ্চিত এই ঘটনা এই শেষ নয়। পরবর্তী কয়েক বছরে ও এমন কাণ্ড বারবার ঘটাবে। আশা করছি আমি জাদেজাকে একের পর এক ইতিহাস গড়তে দেখব।’ বলেন অশ্বিন।