তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে স্বাগতিক পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। মুলতানে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক বাবর আজম। বাবরের লক্ষ্য বড় স্কোর দাঁড় করিয়ে ম্যাচটি জিতে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করা। তবে নিকোলাস পুরানের বোলিং নৈপুণ্যে চাপে পড়েছে পাকিস্তান।
সাধারণত উইকেটরক্ষকের দায়িত্ব পালন করা পুরান আজ বল হাতে আক্রমণে আসেন। ডানহাতি অফস্পিনে চার উইকেটে তুলে নেন তিনি। বিনা উইকেটে ৮৫ থেকে ৫ উইকেটে ১১৭-তে পরিণত হয় পাকিস্তানের স্কোর। ফখর জামান (৩৫), ইমাম-উল-হক (৬২), মোহাম্মদ রিজওয়ান (১১) ও মোহাম্মদ হারিস (০) শিকার হয়েছেন পুরানের।
প্রতিবেদন লেখার সময় পাকিস্তানের স্কোর ৩৩ ওভারে ৫ উইকেটে ১৫৫ রান। শাদাব খান ২২ ও খুশদিল শাহ ১৫ রানে ব্যাট করছেন। পুরান ১০ ওভারে ৪৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে একটি ম্যাচে তিন বল করেছিলেন তিনি। তবে উইকেটের স্বাদ আজই প্রথম পেলেন ক্যারিবীয় অধিনায়ক।