তরুণদের সুযোগ করে দিতে বাংলাদেশ সফরে আসেননি মোহাম্মদ হাফিজ। এই সুযোগে তাকে ছাড়িয়ে গেলেন বাবর আজম। হাফিজকে পেছনে ফেলে পাকিস্তানের অধিনায়ক বাবর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক বনে গেছেন।
এতদিন হাফিজই ছিলেন পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক, যিনি ২৫১৪ রানের মালিক। বাংলাদেশে এসে ব্যাট বাতে বাবরের সময়টা সুখকর যাচ্ছে না। প্রথম ম্যাচে ৭ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ম্যাচে সাজঘরে ফিরেছেন ১ রানে। তবে এই ১ রান করেই তিনি ছাড়িয়ে গেছেন হাফিজকে।
বাবরের মোট রান এখন ২৫১৫। তৃতীয় সাথে আছেন যিনি তিনি আছেন বাংলাদেশ সফরের দলে। অনুমিতভাবেই নামটি শোয়েব মালিক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মালিকের মোট রান ২৪২৩।
চতুর্থ স্থানে থাকা উমর আকমল বেশ পিছিয়ে বাবর, হাফিজ, মালিকদের চেয়ে। তার দখলে ১৬৯০ রান। ১৪৭১ রান নিয়ে পঞ্চম স্থানে আছেন আহমেদ শেহজাদ।