সম্প্রতি রোহিত শর্মার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি এবং একদিনের সিরিজে হোয়াইটওয়াশ করেছে ভারত। এর পর শ্রীলঙ্কাকেও টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে রোহিতের টিম। স্বাভাবিক ভাবেই নেতা রোহিতকে নিয়ে চর্চা এখন তুঙ্গে। এখনও পর্যন্ত অধিনায়ক রোহিতের সাফল্য ১০০ শতাংশ।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজের অধিনায়কত্বের দক্ষতা আগেই প্রমাণ করে দিয়েছিলেন রোহিত শর্মা। এর পর ভারতের তিন ফর্ম্যাটেই পূর্ণ অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর রোহিতের সাফল্যের গ্রাফ এখন উর্ধ্বমুখী। সম্প্রতি তাঁর নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি এবং একদিনের সিরিজে হোয়াইটওয়াশ করেছে ভারত। এর পর শ্রীলঙ্কাকেও টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে রোহিতের টিম। স্বাভাবিক ভাবেই নেতা রোহিতকে নিয়ে চর্চা এখন তুঙ্গে।
এখনও পর্যন্ত অধিনায়ক রোহিতের সাফল্য ১০০ শতাংশ। বিরাট কোহলির সঙ্গে তুলনা টেনে ভারতের প্রাক্তন টেস্ট প্লেয়ার ওয়াসিম জাফর বলেছেন যে, রোহিত খেলার দীর্ঘ ফর্ম্যাটে তার পূর্বসূরীর চেয়ে বড় মাইলস্টোন পার করতে পারবেন।
ইএসপিএন ক্রিকইনফো-তে একটি সাক্ষাৎকারে জাফর বলেছেন, ‘বিরাট কোহলির চেয়ে ভাল টেস্ট অধিনায়ক হতে পারেন রোহিত শর্মা। জানি না তিনি কতগুলি টেস্টে অধিনায়কত্ব করতে পারবেন, তবে কৌশলগত ভাবে আমি মনে করি, তিনি সেরা অধিনায়কদের একজন। মনে হচ্ছে, নেতৃত্বের দায়িত্ব সঠিক অধিনায়কের হাতে এসেছে।’
কোহলি এই মুহূর্তে দেশের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক। তাঁর নেতৃত্বে ভারতীয় দল ৬৮ টি ম্য়াচের মধ্যে ৪০টি ম্যাচেই জয় পেয়েছে। জয়ের শতকরা হার ৫৯%। অন্যদিকে পূর্ণাঙ্গ অধিনায়ক হওয়ার পর একের পর এক সিরিজ জিতেই চলেছে রোহিত। আর প্রত্যেকটিই হোয়াইটওয়াশ করছেন প্রতিপক্ষকে। যার নবতম সংযোজন শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ। সেখানে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে রোহিত ব্রিগেড প্রতিপক্ষকে। এর আগে সীমিত ওভারের ফর্ম্যাটেও তাই হয়েছে।