ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের ৫১তম ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৮ উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এই জয়ে শেষ চারের আশা বাঁচিয়ে রাখল মুম্বাই। অন্যদিকে প্লে-অফের স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেলে রাজস্থানের।শারজায় টস হেরে ব্যাট করতে নেমে রাজস্থান পড়ে ব্যাটিং বিপর্যয়ে। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে দলের সংগ্রহ দাঁড়ায় সাকুল্যে ৯০। শেষ ব্যাটসম্যান হিসেবে ক্রিজে নেমে ৭ বলে ৮ রান করে অপরাজিত থাকেন মুস্তাফিজ। দলের পুরো ইনিংসে ছিল মাত্র দুটি ছক্কা, যার একটি হাঁকান মুস্তাফিজ (ট্রেন্ট বোল্টের বলে)।
দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করেন এভিন লুইস, ১৯ বলের মোকাবেলায়। ২৩ বলে ১৫ রান করেন ডেভিড মিলার। মুম্বাইয়ের পক্ষে নাথান কোল্টার-নাইল চারটি, জিমি নিশাম তিনটি ও জাসপ্রিত বুমরাহ দুটি উইকেট শিকার করেন।জয়ের লক্ষ্যে খেলতে নেমে মুস্তাফিজের করা প্রথম ওভারেই মুম্বাই জড়ো করে ফেলে ১৪ রান। রান তোলার ধারা অব্যাহত রেখে মারকুটে ব্যাটিং চালিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। রোহিত শর্মা ১৩ বলে ২২ করে বিদায় নেন। ৮ বলে ১৩ রান করে সূর্যকুমার যাদব মুস্তাফিজের শিকার হন।
তবে ঈশান কিষাণের অর্ধশতকে দল ম্যাচ জিতে নেয় মাত্র ৫০ বলেই। ২৫ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫০ রান করে অপরাজিত থাকেন ঈশান। মুস্তাফিজকে ছক্কা মেরে দলের জয় নিশ্চিতের পাশাপাশি অর্ধশতকও নিশ্চিত করেন তিনি।