ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল-এ আজ দিনের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছে মুস্তাফিজুর রহমানের দল রাজস্থান রয়েলস। টসে জিতে বোলিং করতে নেমে দলীয় ২১ রানের মধ্যে দুই ওপেনারের উইকেট তুলে নেন কার্তিক তিয়াগি, চেতন সাকারিয়া।
১০ রান করে প্যাভিলিয়নে ফেরেন পৃথ্বি শ ও ৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন শিখর ধাওয়ান। তবে এরপর রাজস্থানের জন্য গলার কাঁটা হয়ে ওঠেন রিশাব পান্ত এবং শ্রেয়াস আয়ার। এই দুইজনের ৬২ রানের পার্টনারশিপ ভাঙ্গেন মোস্তাফিজুর রহমান।
ইনিংসের ১২ তম ওভারে নিজের দ্বিতীয় ওভার বোলিং করতে আসেন মোস্তাফিজুর রহমান। ওই ওভারের চতুর্থ বলে রিশাব পান্ত প্যাভিলিয়নে ফেরেন মুস্তাফিজ। ২৪ রান করেন তিনি। এর পরের ওভারেই শ্রেয়াস আয়ারের উইকেট তুলে নেন রাহুল তেয়াতিয়া।
৩২ বলে ৪৩ রান করেন তিনি। ব্যাটিংয়ে নেমে রাজস্থানের বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন শিমরন হেটমায়ার। তবে তাকে ফেরাতে বোলিংয়ে মোস্তাফিজুর রহমানকে আনেন অধিনায়ক সঞ্জু স্যামসাং। ১৬ বলে ২৮ রান করা হেটমায়ার কে প্যাভিলিয়নে ফেরেন মুস্তাফিজ।
বিধ্বংসী বোলিংয়ে ১৫৪ রান করে দিল্লি ।মুস্তাফিজুর ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উকেট নেন