ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবারের আসরে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন জাতীয় দলের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান। আইপিএলের এবারের আসরে ১৪ ম্যাচে ১৪ টি উইকেট নিয়েছেন মুস্তাফিজ। তবে আইপিএলের এবারের আসরে প্লে-অফে উঠতে পারেনি মুস্তাফিজের রাজস্থান।ফলে আইপিএলের টিম হোটেল ছেড়ে ইতিমধ্যে আবুধাবিতে অবস্থান করছেন মুস্তাফিজুর রহমান। গতকাল প্রমাণ একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে আজ আবুধাবিতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের।
তবে আইসিসি করোনা প্রভাব আমলে নিয়ে চাটার্ড বিমানে ওমান, বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে একসাথে সংযুক্ত আরব আমিরাতে পাঠাতে চায় বলে সূচি পিছিয়েছে একদিন। তবে মুস্তাফিজ ইতিমধ্যেই টিম হোটেলে উঠে গিয়েছে। দুইটি প্রস্তুতি ম্যাচ খেলতে বাংলাদেশ দল যে হোটেলে উঠবে সেখানেই অবস্থান করছেন।
তবে সাকিব আল হাসান কবে দলের সাথে যোগ দেবেন এটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আইপিএলের এবারের আসরে কলকাতার হয়ে খেলেছেন সাকিব। প্রথমে একাদশে সুযোগ না পেলেও শেষের দুই ম্যাচে একাদশে ছিলেন তিনি। আইপিএলের এবারের আসরে প্লে-অফ নিশ্চিত করেছে কলকাতা।