কোভিডের দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল ভারতবর্ষে আইপিএল অনুষ্ঠিত হওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছে একাংশ। ঠিক সে সময় দাঁড়িয়ে রাজস্থান রয়্যালসের প্রোটিয়া অল-রাউন্ডার ক্রিস মরিস জানিয়ে দিলেন অতিমারীর দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতবর্ষ এবং ভারতবর্ষের মানুষের প্রতি আইপিএলে অংশগ্রহণকারী ক্রিকেটারদের দায়বদ্ধতার কথা। কলকাতা নাইট রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে শনিবার টুর্নামেন্টে দ্বিতীয় জয় পেয়েছে রয়্যালসরা। নাইট বধের অন্যতম কারিগর তথা ম্যান অফ দ্য ম্যাচ মরিস ম্যাচ শেষে বলেন, কোভিড উদ্বেগের মধ্যে ভারতের মানুষের মুখে হাসি ফোটানোর ব্যাপারে দায়বদ্ধ আমরা।
এখানেই শেষ নয়। কোভিড বিপর্যয়ের মধ্যে দেশের ফ্রন্টলাইন ওয়ার্কারদের প্রচেষ্টাকে কুর্নিশ জানাতে ভোলেননি আইপিএল নিলামের ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার। ২৩ রানে ৪ উইকেট নিয়ে শনিবার নাইটদের ব্যাটিং লাইন-আপ কার্যত একাই ধসিয়ে দিয়েছেন এই অল-রাউন্ডার। ম্যাচের পর সংবাদসংস্থা এএনআই’কে মরিস বলেন, ‘দেশের সাম্প্রতিক উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে গত দু’দিনে দলের ক্রিকেটারদের মধ্যে বিভিন্ন সময় আলোচনা হয়েছে। সমগ্র দেশে না হলেও অতিমারী দেশের কয়েকটা জায়গায় কী সাঙ্ঘাতিকভাবে আঘাত করেছে সেটা আমরা দেখেছি।
আরো পড়ুনঃ বিশ্বকাপ নিয়ে বোমা ফাটালেন গম্ভীর, সমর্থন সাবেকদের..
তাই দল হিসেবে আমরা বলতে চাই, আসল নায়করা কিন্তু এখন তাদের কর্তব্যপালন করে চলেছেন। দিনরাত এক করে ২৪ ঘন্টা ধরে তারা যেভাবে নিরলস পরিশ্রম করে চলেছেন তা এককথায় অভাবনীয়। আমরা সমগ্র পৃথিবীর জন্য এই সময় মর্মাহত। চারপাশে যা ঘটে চলেছে সেটা এই মুহূর্তে মেনে নেওয়া সত্যিই কঠিন। তবে আমরা হাসিমুখে খেলার ব্যাপারে দায়বদ্ধ কারণ সেটার যথেষ্ট কারণ রয়েছে। আমরা টেলিভিশন স্ক্রিনের ওপারের মানুষগুলোকে খুশি দেখতে চাই। জেতা-হারাটা বড় কথা নয়, মানুষকে খুশি করাটাই বড় কথা। আমাদের কারণে মানুষ যদি হাসতে পারে তাহলে তাহলে বলতে হবে আমরাও খেলাধুলার মধ্যে দিয়ে যথাসাধ্য চেষ্টা করছি।’
উল্লেখ্য, নাইট রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে দ্বিতীয় জয়ের সঙ্গে শনিবার লিগ টেবিলে ছ’নম্বরে উঠে এসেছে রয়্যালসরা। এদিন ওয়াংখেড়েতে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৩৩ রান তোলে নাইটরা। মরিস, মুস্তাফিজুর, উনাদকাটদের মার্জিত বোলিং’য় সঙ্গে দুরন্ত ফিল্ডিং’য়ে বড় রান করতে ব্যর্থ হয় নাইট ব্যাটসম্যানরা। জবাবে ৮৫ রানে ৪ উইকেট খোয়ালেও অধিনায় সঞ্জু স্যামসনের অপরাজিত ৪২, ডেভিড মিলারের অপরাজিত ২৪ রান সাত বল বাকি থাকতে সহজ জয় এনে দেয় রয়্যালসদের।