দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিস জানিয়েছেন তার আন্তর্জাতিক ক্যারিয়ার সমাপ্তির পথে। এখন থেকে তিনি ঘরোয়া ক্রিকেট এবং টি-টোয়েন্টি লিগগুলোতেই বেশি মনোযোগী হবেন।
অবসরের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি মরিস। কিন্তু নিজের অবস্থান সম্পর্কে তিনি সাউথ আফ্রিকা ক্রিকেটকে (সিএসএ) জানিয়েছেন এবং বোর্ডও এবিষয়ে সচেতন আছে যে মরিস আর কখনোই দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামবেন না।
এ প্রসঙ্গে মরিস জানান, ‘দক্ষিণ আফ্রিকার হয়ে আমার খেলার সময় ফুরিয়ে এসেছে। আমি হয়ত আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিচ্ছি না। কিন্তু তারা (সিএসএ) আমার অবস্থান সম্পর্কে জানে এবং আমিও আমার অবস্থান সম্পর্কে জানি। তবে সিএসএ এর হয়ে আমার সময় শেষ। আশা করি তারা এবিষয়ে জানে।’
অবসরের পেছনের কারণ সম্পর্কে মরিস জানিয়েছেন সিদ্ধান্তটি একান্তই ব্যক্তিগত। মরিস জানান, ‘আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার মত লোক আমি নই। কিন্তু আগে যা বললাম আমার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ। আমি ঘরোয়া ক্রিকেটেই বেশি মনোযোগ দিচ্ছি এবং দলকে কিছু দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিন ফরম্যাটেই দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে পারাটা দারুণ সৌভাগ্যের ছিল আমার জন্য। আমি আমার দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি।’
আন্তর্জাতিক ক্যারিয়ারে দক্ষিণ আফ্রিকার হয়ে ৪টি টেস্ট, ৪২টি ওয়ানডে এবং ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মরিস। দক্ষিণ আফ্রিকার হয়ে ২০১৯ বিশ্বকাপে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন তিনি।
মরিস আরও বলেন, ‘একই প্রশ্ন আমাকে কয়েক মাস আগে করা হলেও হয়ত আমি আরেকটু লম্বা উত্তর দিতাম। কিন্তু এখন আমি বলতে চাই আমি আমার জীবন এবং ক্যারিয়ার নিয়ে সন্তুষ্ট।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটে হেরেছে তারা। আগামী ৩০ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে প্রোটিয়ারা।