টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রের শুরুতে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ।
আর চট্টগ্রামে দ্রুত ৪ উইকেট হারিয়ে খাদের কিনারায় পড়ে থাকা দলকে টেনে তুললেন মুশফিক-লিটন।
এ জুটির ব্যাটিং উপভোগ করছেন পাকিস্তানের উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানও। উইকেটের পেছনে থেকে বাংলা বলা শুরু করেছেন তিনি। বললেন – ভালো ভালো, ভালো বলিং।
৪৭তম ওভারের ঘটনা এটি। বল করছিলেন বাঁহাতি অর্থডক্স বোলার নোমান আলি। তার তৃতীয় ডেলিভারিটি ডিফেন্স করেন লিটন। এসময় রিজওয়ান বলেন, ’ভালো ভালো, ভালো বলিং’।
রিজওয়ানের বাংলা শুনে হেসে দেন লিটন দাস।
উইকেটের স্টাম্পের রাখা মাইকে সে কথা শোনা যায় স্পষ্টই। বিষয়টি নিয়ে ওই সময় আলোচনা করেন ধারাভাষ্যকার শামীম আশরাফ।
ভিডিওটি দেখুন –
শেষ খবর পাওয়া পর্যন্ত ৫৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৭১ রান।
১২২ বলে খেলে ৫৫ রানে অপরাজিত মুশফিক। অন্যপ্রান্তে ১৩৩ বলে ৬২ রানে ব্যাট করছেন লিটন।
১২২ রানের জুটি গড়েছেন তারা ইতোমধ্যে।