টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে আজ রাতে ওমান যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে জাতীয় দলের আগে ইতিমধ্যেই ওমান পৌঁছে গেছেন ওপেনার ব্যাটার লিটন কুমার দাস। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, গত বুধবার স্ত্রীকে নিয়ে মাস্কাটে চলে গেছেন তিনি। সোমবার তার সঙ্গে যোগ দেবেন দলের বাকিরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আজ রাতে বাকি ১৪ ক্রিকেটার ও সাপোর্ট স্টাফসহ ২১ জনের দল রওয়ানা হবে মাস্কাটের উদ্দেশ্যে। শনিবার রাতে কোভিড-১৯ পরীক্ষায় দলের সবারই ফল নেগেটিভ এসেছে। ওমানে পৌঁছে একদিন কোয়ারেন্টাইন থাকতে হবে ক্রিকেটারদের।
৮ অক্টোবর পর্যন্ত ওমানে অনুশীলন করার পর অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে ৯ তারিখ আবুধাবি যাবে দল। সেখানেও আছে একদিনের কোয়ারেন্টিন। আবুধাবিতে ১২ তারিখ শ্রীলঙ্কা ও ১৪ তারিখ আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে লাল-সবুজের প্রতিনিধিরা ১৫ অক্টোবর আবার ওমানে ফিরে যাবে। ১৭ অক্টোবর সেখানেই বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড।
বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।