ক্রিকেটকে অলিম্পিক্সে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে অনেক দিন। আইসিসি আশাবাদী, ২০২৮ অলিম্পিক্সে দেখা যাবে ক্রিকেট।
২০২৮ অলিম্পিক্সে কি ক্রিকেট খেলা হবে? বিরাট কোহলী, বাবর আজম, জো রুটরা কি পাবেন অলিম্পিক্স পদক জেতার সুযোগ? এখনও নিশ্চয়তা পাওয়া না গেলেও আশাবাদী আইসিসি।
লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে মোট ২৮টি খেলা রাখার সিদ্ধান্ত নিয়েছে আইওসি। সেই তালিকায় ক্রিকেট থাকবে কি না, তা নির্ভর করছে আগামী মাসে লস অ্যাঞ্জেলস গেমসের আয়োজক কমিটির সিদ্ধান্তের উপর। আইসিসি কর্তাদের আশা ক্রিকেট নিয়ে তাঁদের বক্তব্য শোনার জন্য গেমস আয়োজকরা আমন্ত্রণ জানাবেন। অলিম্পিক্সে ক্রিকেটের সম্ভাবনা তুলে ধরতে পারবেন তাঁরা।
আইসিসি কর্তারা ২০৩২ পর্যন্ত অপেক্ষা করতে চাইছেন না। চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেছেন, ‘‘আমাদের বিশ্বাস ২০২৮ লস অ্যাঞ্জেলস গেমসেই ক্রিকেটকে যুক্ত করার সুবর্ণসুযোগ রয়েছে। আমরা চাই বিশ্ব জুড়ে ক্রিকেটের কয়েক লক্ষ সমর্থক অলিম্পিক্স উপভোগের সুযোগ পান। আমাদের সেরা খেলোয়াড়রাও অলিম্পিক্সে অংশগ্রহণের সুযোগ পাক।’’
১৯০০ সালের অলিম্পিক্সে ক্রিকেট ছিল। সেই এক বারই। সে বার প্যারিস অলিম্পিক্সে ক্রিকেটে অংশ নিয়েছিল গ্রেট ব্রিটেন এবং ফ্রান্স। আধুনিক অলিম্পিক্সে আর কখনও ক্রিকেট খেলা হয়নি। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা গত কয়েক বছর ধরেই চেষ্টা করছে অলিম্পিক্সে ক্রিকেট অন্তর্ভুক্ত করার। সেই চেষ্টা সফল না হলেও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সাড়া ইতিবাচক। আইসিসি’র আশা লস অ্যাঞ্জেলস গেমসেই দেখা যেতে পারে কুড়ি ওভারের ক্রিকেট। আইসিসির আশা পূরণ হলে আধুনিক অলিম্পিক্সে ক্রিকেট ফিরবে ১২৮ বছর পর।